ETV Bharat / bharat

Telengana Assembly Polls 2023: কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 4:36 PM IST

Poultry Farmers Contesting Against CM KCR: তেলেঙ্গানা বিধানসভার ভোটে দু’টি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর ৷ তার মধ্যে একটি কামারেডি ৷ সেখানে তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন 100 জন পোলট্রি চাষি ৷

KCR
KCR

কামারেডি (তেলেঙ্গানা), 3 নভেম্বর: চলতি মাসের শেষদিন তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ আজ, শুক্রবার থেকে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া ৷ সেই প্রক্রিয়ার শুরুতেই দক্ষিণ ভারতের ওই রাজ্যের পোলট্রি চাষিরা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশ্যে ৷ তাঁর বিরুদ্ধে 100 জন পোলট্রি চাষি এবার নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ৷ বৃহস্পতিবার এক সমাবেশ থেকে তাঁরা এই ঘোষণা করেছেন ৷

কে চন্দ্রশেখর রাও, যিনি রাজনীতিতে কেসিআর নামেই বেশি পরিচিত, তিনি এবার তেলেঙ্গানার ভোটে দু’টি আসনে প্রার্থী হয়েছেন ৷ সেই আসন দু’টির একটি কামারেডি ৷ সেই আসনেই কেসিআর-এর বিরুদ্ধে 100 জন পোলট্রি চাষি প্রার্থী হবেন বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার কামারেডির জেলা সদরে পোলট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তরফে এক সমাবেশ করা হয় ৷ সেখানে ওই সংগঠনের রাজ্য সভাপতি ভেঙ্কট রেড্ডি ও জেলা সভাপতি ভেঙ্কট রাও এবং ইন্ট্রিগ্রেটেড ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীনিবাস রেড্ডি-সহ অন্যরা অংশ নেন ৷ তাঁরা ওই সমাবেশ থেকে কেসিআর-এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেন ৷

তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী 10 নভেম্বর ৷ মনোয়নপত্র যাচাইয়ের প্রক্রিয়ার শেষ তারিখ 13 নভেম্বর ৷ আর মনোয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার শেষদিন 15 নভেম্বর ৷ ফলে সেই দিনই বোঝা যাবে পোলট্রি চাষিদের মধ্যে ঠিক কতজন কামারেডি বিধানসভা আসনে কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হলেন ৷

তেলেঙ্গানা রাজ্য তৈরি হওয়ার পর এটা তৃতীয় বিধানসভা নির্বাচন ৷ 2014 ও 2018 সালে টিআরএস (কেসিআর-এর দল বিআরএস-এর আগের নাম)-এর গাম্পা গোবর্ধন জেতেন ৷ এবার ওই আসনে প্রার্থী হয়েছেন স্বয়ং কেসিআর ৷ পাশাপাশি যে কেন্দ্র থেকে তিনি আগের দু’বার জিতেছেন, সেই গজওয়েল থেকেও প্রার্থী হয়েছেন ৷

অন্যদিকে তেলেঙ্গানার কাইতি লাম্বাড়িস নামে একটি সম্প্রদায়ও কেসিআর-এর বিরুদ্ধে ভোটে লড়ার ঘোষণা করেছে ৷ তারা কেসিআর-এর বিরুদ্ধে 1016 জন প্রার্থী দেবে বলে জানিয়েছে ৷

আরও পড়ুন: ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম 400 হবে, ইস্তেহারে ঘোষণা কেসিআর-এর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.