ETV Bharat / bharat

আজ তেলেঙ্গানায় ভোট, সুষ্ঠভাবে নির্বাচনে তৎপর কমিশন

stage set for polling in Telangana on Thursday: বিআরএস রাজ্যে 119টি আসনেই প্রার্থী দিয়েছে। আসন ভাগাভাগি চুক্তি অনুযায়ী, বিজেপি এবং অভিনেতা পবন কল্যাণের নেতৃত্বাধীন জনসেনা 111 এবং আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে । অন্যদিকে কংগ্রেস 118টি আসনে প্রার্থী দিয়েছে । তাদের সহযোগী সিপিআইকে একটি আসন ছেড়েছে রাজ্যে । আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম মূলত শহরে নয়টি আসনে প্রার্থী দিয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 10:54 PM IST

Updated : Nov 30, 2023, 6:30 AM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: রীতিমতো হাইভোল্টেজ প্রচারের পর বৃহস্পতিবার তেলেঙ্গানা বিধানসভায় 119 আসনের জন্য ভোটগ্রহণ। ভোট ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি এবং ক্ষমতাসীন বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও-সহ শীর্ষস্থানীয় জাতীয় নেতারা কার্যত লাগাতার প্রচার চালিয়েছে রাজ্যে । রাজ্য জুড়ে ওইদিন 35 হাজার 655টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রাজ্যে 3 কোটি 26 লক্ষ যোগ্য ভোটার রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

বৃহস্পতিবার 106টি নির্বাচনী এলাকায় সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং 13টি বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । বুধবার নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে । মুখ্যমন্ত্রী কেসিআর, তাঁর মন্ত্রী-পুত্র কে টি রামা রাও, রাজ্য কংগ্রেসের সভাপতি এ রেভান্থ রেড্ডি, বিজেপি লোকসভা সদস্য বান্ডি সঞ্জয় কুমার এবং ডি অরবিন্দ-সহ প্রায় দুই হাজার 290 জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন । গত 9 অক্টোবর নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়।

বিআরএস রাজ্যে 119টি আসনেই প্রার্থী দিয়েছে। আসন ভাগাভাগি চুক্তি অনুযায়ী, বিজেপি এবং অভিনেতা পবন কল্যাণের নেতৃত্বাধীন জনসেনা 111 এবং আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে । অন্যদিকে কংগ্রেস 118টি আসনে প্রার্থী দিয়েছে । তাদের সহযোগী সিপিআইকে একটি আসন ছেড়েছে রাজ্যে । আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম মূলত শহরে নয়টি আসনে প্রার্থী দিয়েছে। 2014 সালে শুরু হওয়া বিআরএস তাদের জয়ের দৌড় অব্যাহত রাখতে মরিয়া । অন্যদিকে, ইউপিএ সরকার তেলঙ্গানাকে রাজ্যের মর্যাদা দিয়েছিল এই দাবিকে সামনে রেখে কংগ্রেসও লড়াইয়ের ময়দানে জোরকদমে নেমেছে ।

বিজেপিও দক্ষিণের রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে কোনও কসুর করছে না। মুখ্যমন্ত্রী কেসিআর দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । গাজয়েল এবং কামারেডি থেকে তিনি প্রার্থী হয়েছেন। কংগ্রেস রাজ্য সভাপতি রেভান্থ রেড্ডি কামারেডিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন । অন্যদিকে বিজেপি প্রার্থী ভেঙ্কটা রমনা রেড্ডিও এই কেন্দ্র থেকে প্রার্থী । লোকসভার সদস্য রেভান্থ রেড্ডিও কোদাঙ্গাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যা তিনি আগে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি । হায়দরাবাদে বিশাল রোড-শো করার পাশাপাশি কামারেডি, নির্মল, মহেশ্বরম এবং করিমনগর-সহ রাজ্যে টানা তিন দিন সমাবেশেও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী । মুখ্য নির্বাচনী অফিসার বিকাশ রাজ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের জন্য প্রায় আড়াই লক্ষেরও বেশি কর্মী ভোটের দায়িত্বে নিযুক্ত থাকবেন। ভোটের ফল ঘোষণা হবে 3 ডিসেম্বর ।

(পিটিআই)

আরও পড়ুন

হায়দরাবাদ, 30 নভেম্বর: রীতিমতো হাইভোল্টেজ প্রচারের পর বৃহস্পতিবার তেলেঙ্গানা বিধানসভায় 119 আসনের জন্য ভোটগ্রহণ। ভোট ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি এবং ক্ষমতাসীন বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও-সহ শীর্ষস্থানীয় জাতীয় নেতারা কার্যত লাগাতার প্রচার চালিয়েছে রাজ্যে । রাজ্য জুড়ে ওইদিন 35 হাজার 655টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রাজ্যে 3 কোটি 26 লক্ষ যোগ্য ভোটার রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

বৃহস্পতিবার 106টি নির্বাচনী এলাকায় সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং 13টি বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । বুধবার নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে । মুখ্যমন্ত্রী কেসিআর, তাঁর মন্ত্রী-পুত্র কে টি রামা রাও, রাজ্য কংগ্রেসের সভাপতি এ রেভান্থ রেড্ডি, বিজেপি লোকসভা সদস্য বান্ডি সঞ্জয় কুমার এবং ডি অরবিন্দ-সহ প্রায় দুই হাজার 290 জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন । গত 9 অক্টোবর নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়।

বিআরএস রাজ্যে 119টি আসনেই প্রার্থী দিয়েছে। আসন ভাগাভাগি চুক্তি অনুযায়ী, বিজেপি এবং অভিনেতা পবন কল্যাণের নেতৃত্বাধীন জনসেনা 111 এবং আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে । অন্যদিকে কংগ্রেস 118টি আসনে প্রার্থী দিয়েছে । তাদের সহযোগী সিপিআইকে একটি আসন ছেড়েছে রাজ্যে । আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম মূলত শহরে নয়টি আসনে প্রার্থী দিয়েছে। 2014 সালে শুরু হওয়া বিআরএস তাদের জয়ের দৌড় অব্যাহত রাখতে মরিয়া । অন্যদিকে, ইউপিএ সরকার তেলঙ্গানাকে রাজ্যের মর্যাদা দিয়েছিল এই দাবিকে সামনে রেখে কংগ্রেসও লড়াইয়ের ময়দানে জোরকদমে নেমেছে ।

বিজেপিও দক্ষিণের রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে কোনও কসুর করছে না। মুখ্যমন্ত্রী কেসিআর দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । গাজয়েল এবং কামারেডি থেকে তিনি প্রার্থী হয়েছেন। কংগ্রেস রাজ্য সভাপতি রেভান্থ রেড্ডি কামারেডিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন । অন্যদিকে বিজেপি প্রার্থী ভেঙ্কটা রমনা রেড্ডিও এই কেন্দ্র থেকে প্রার্থী । লোকসভার সদস্য রেভান্থ রেড্ডিও কোদাঙ্গাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যা তিনি আগে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি । হায়দরাবাদে বিশাল রোড-শো করার পাশাপাশি কামারেডি, নির্মল, মহেশ্বরম এবং করিমনগর-সহ রাজ্যে টানা তিন দিন সমাবেশেও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী । মুখ্য নির্বাচনী অফিসার বিকাশ রাজ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের জন্য প্রায় আড়াই লক্ষেরও বেশি কর্মী ভোটের দায়িত্বে নিযুক্ত থাকবেন। ভোটের ফল ঘোষণা হবে 3 ডিসেম্বর ।

(পিটিআই)

আরও পড়ুন

Last Updated : Nov 30, 2023, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.