ETV Bharat / bharat

Mumbai Waterlogging: রাতভর বৃষ্টিতে ডুবল মুম্বই, একাধিক এলাকায় জারি সতর্কতা

author img

By

Published : Jul 5, 2022, 7:41 PM IST

টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা (Mumbai Waterlogging)৷ সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে জলে ডুবেছে মুম্বইয়ের হিন্দমাতা, কিং সার্কেল, সিয়ন ও গান্ধি মার্কেট এলাকা ৷ এখানকার পৌর কর্মীরা রাস্তার জমা জল নিষ্কাশনের চেষ্টা করছেন ৷ যান চলাচল স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ৷

Mumbai
জলমগ্ন মুম্বই

মুম্বই, 5 জুলাই: রাত থেকে ভারি বৃষ্টির জেরে জলমগ্ন বাণিজ্যনগরীর একাধিক এলাকা (several area in mumbai under water after torrential rain)৷ যার জেরে বিপর্যস্ত ট্রাফিক পরিষেবা ৷ গত 24 ঘণ্টায় মুম্বইয়ে রেকর্ড বৃষ্টির পরিমাণ 95.81 মিলিমিটার ৷

ভারি বৃষ্টির জেরে মঙ্গলবার ধস নামল মুম্বইয়ের ঘাটকোপারের পঞ্চশীল নগরে ৷ খবর পেয়ে সেখানে পৌঁছয় ফায়ার ব্রিগেড ৷ ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয় বাড়ি ৷ যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচলও ৷ রেলের তরফে জানানো হয়েছে, সব ট্রেনই চলছে তবে আবহাওয়া খারাপ থাকায় বেশ কিছু ট্রেন দেরিতে চলছে ৷

আরও পড়ুন : শিন্ডেকে ভোট নয় ? উদ্ধব-শিবিরের বিরুদ্ধে হুইপ জারি, বাদ আদিত্য

আইএমডি-র পূর্বাভাস বলছে, আগামী 24 ঘণ্টাতেও মুম্বই শহর ও শহরতলিতে ভারি বৃষ্টি হবে ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখতে বলেন সরকারি আধিকারিকদের ৷

রাতভর বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা

ভারি বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে মহারাষ্ট্রের একাধিক নদী ৷ যার জেরে বিভিন্ন এলাকায় সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি সমস্ত জেলাশাসকদের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নির্দেশ দেন নিজেদের জেলাগুলির পরিস্থিতি বুঝে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ৷

আরও পড়ুন : রাতভর বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঢুকছে নদীর জল, জলমগ্ন জলপাইগুড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.