ETV Bharat / state

Water Logging at Jalpaiguri: রাতভর বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঢুকছে নদীর জল, জলমগ্ন জলপাইগুড়ি

author img

By

Published : Jun 28, 2022, 8:59 PM IST

কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর ৷ দিনভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পৌরসভার 1 নং ওয়ার্ড(Water Logging at Jalpaiguri)৷ বৃষ্টির জলের পাশাপাশি হু হু করে এলাকায় ঢুকছে স্থানীয় করলা নদীর জল ৷ তাতেই বিপর্যস্ত জনজীবন ৷

jalpaiguri
জলপাইগুড়ি 1 নং পৌরসভার বর্তমান পরিস্থিতি

জলপাইগুড়ি, 28 জুন: বৃষ্টিতে ফের জলবন্দি জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা । যার মধ্যে খুব খারাপ পরিস্থিতি জলপাইগুড়ি পৌরসভার 1 নং ওয়ার্ডে(Water Logging Situation of 1 no Ward in Jalpaiguri Municipality)৷ অন্যদিকে করলা নদীর জল ঢুকতে শুরু করেছে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় । সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে ।

jalpaiguri
এভাবেই জল পেরিয়ে চলছে যাতায়াত
জলপাইগুড়ি পৌরসভার 1 নং ওয়ার্ডের নিচ মাঠ এলাকায় ঢুকতে শুরু করেছে করলা নদীর জল ৷ জলপাইগুড়ি শহরের বুক চিরে যাওয়া করলা নদী ফুঁসতে শুরু করেছে । মঙ্গলবার সকাল থেকে নিচু এলাকার বাঁধ দিয়ে নদীর জল 1 নং ওয়ার্ডে ঢুকে যাবার ফলে একাধিক বাড়িতে জল ঢুকে যায় । একদিকে বৃষ্টির জল অন্যদিকে করলা নদীর জলে বানভাসি এক নং ওয়ার্ডের নিচ মাঠ এলাকা ।সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে 208 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির একাধিক এলাকা, বিপর্যস্ত জনজীবন

জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমার ফলে পৌরসভার কাউন্সিলরদের তরফে শুকনো খাবার বিলি করা হয় । পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত জলমগ্ন এলাকায় গিয়ে খাবার বিতরণ করেন । এছাড়াও 14 নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ, 1 নং ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা খাদ্যসামগ্রী বিলি করেন ।

করলা নদীর জলে প্লাবিত নিচ মাঠ, পরেশ মিত্র কলোনির এলাংশ । বৃষ্টির জলে শহরের স্টেশন রোড, কদমতলা, পান্ডা পাড়া, মহামায়া পাড়া, মোহন্ত পাড়া, রেসকোর্স পাড়া, দুই নং ঘুমটি এলাকায় জল জমে গিয়েছে । বৃষ্টির ফলে চরম দুর্ভোগের শিকার শহরের বাসিন্দারা ।

আরও পড়ুন : রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহরের একাংশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.