ETV Bharat / bharat

Luizinho Faleiro : আজই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ?

author img

By

Published : Sep 27, 2021, 12:41 PM IST

সোমবার সন্ধেই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ? লুইজিনহো ফালেরিওর দলবদল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ যা সত্যি হলে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় বড় ধাক্কা খাবে কংগ্রেস ৷

Setback for Congress before Goa Assembly polls, former CM Faleiro likely to join TMC
Luizinho Faleiro : আজই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ?

পানাজি, 27 সেপ্টেম্বর : কংগ্রেস ছেড়ে কি তৃণমূলে যোগ দিচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের অন্যতম হেভিওয়েট নেতা লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro) ? সূত্রের দাবি অন্তত তেমনটাই ৷ শোনা যাচ্ছে, সোমবারই (27 সেপ্টেম্বর) দলবদল করতে চলেছেন লুইজিনহো ৷ আর তাতেই গোয়া কংগ্রেসে ধ্বস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু, কেন এই আশঙ্কা ? আসলে এদিন একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন লুইজিনহো ৷ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, দলের সঙ্গে এই সাংবাদিক সম্মেলনের কোনও সম্পর্ক নেই ৷ তা থেকেই মনে করা হচ্ছে, হয়তো এই সাংবাদিক বৈঠক থেকেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করবেন লুইজিনহো ৷

আরও পড়ুন : Goa TMC : লক্ষ্য বাইশের বিধানসভা, গোয়ায় ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

প্রসঙ্গত, গোয়া কংগ্রেসের সবথেকে বড় নেতা হলেন লুইজিনহো ফালেরিও ৷ এর আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে গোয়ার নভেলিম আসন থেকে জয়লাভ করেন তিনি ৷ কংগ্রেসের নির্বাচনী কমিটিতেও বড় পদে রয়েছেন তিনি ৷ এছাড়া, উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও কংগ্রেসের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ এই মুহূর্তে গোয়া বিধানসভায় কংগ্রেসের বিধায়ক বলতে রয়েছেন মাত্র পাঁচজন ৷ এই অবস্থায় লুইজিনহো যদি তৃণমূলে যোগদান করেন, তবে তা হবে দলের কাছে বড় ধাক্কা ৷

ওয়াকিবহাল মহলের অনুমান, লুইজিনহো যদি কংগ্রেস ছাড়েন, তবে তার প্রভাব দলের রাজ্য সংগঠনের উপরও পড়বে ৷ কারণ, প্রথম সারির জনপ্রিয় এই নেতার কংগ্রেস ছাড়ার অর্থ হল, তাঁর পিছন পিছন বহু নেতা, কর্মীও দলত্যাগ করবেন ৷ এদিকে আগামী বছরই ভোট হবে গোয়ায় ৷ তার আগে এত বড় ভাঙন হাইকম্যান্ডের কাছে বিরাট চ্যালেঞ্জ ৷

আরও পড়ুন : Goa : বিজেপি শাসিত গোয়া তৃণমূলের পরবর্তী টার্গেট ! চিন্তিত নন মুখ্যমন্ত্রী প্রমোদ

সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন লুইজিনহো ৷ এদিকে, দিন কয়েক আগেই গোয়ায় পৌঁছেছেন তৃণমূলের দুই হেভিওয়েট ৷ এঁদের একজন হলেন ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) এবং অন্যজন প্রসূন বন্দ্যোপাধ্য়ায় (Prasun Banerjee) ৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় ঘাসফুলের সংগঠন তৈরি এবং পোক্ত করাই যে দুই সাংসদের লক্ষ্য, তা বলাই বাহুল্য ৷ তাঁরা গোয়ায় থাকাকালীন যদি লুইজিনহো তৃণমূলে যোগ দেন, তাহলে ডেরেক-প্রসূনের কাজ অনেক সহজ হয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.