ETV Bharat / city

Goa : বিজেপি শাসিত গোয়া তৃণমূলের পরবর্তী টার্গেট ! চিন্তিত নন মুখ্যমন্ত্রী প্রমোদ

author img

By

Published : Sep 23, 2021, 6:02 PM IST

বিজেপি শাসিত গোয়ায় তৃণমূলের তরফে সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে বলে খবর ৷ এই নিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বক্তব্য, ‘‘যে কেউ আসতে পারেন ৷ সবাইকে গোয়া ভালবাসে ৷’’

goa cm pramod sawant not worried about tmc
Goa : বিজেপি শাসিত গোয়া তৃণমূলের পরবর্তী টার্গেট ! চিন্তিত নন মুখ্যমন্ত্রী প্রমোদ

পানাজি, 23 সেপ্টেম্বর : লক্ষ্য 2024 ৷ লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তাই দেশের বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে টার্গেট করেছে ঘাসফুল শিবির ৷

সেই তালিকায় এবার উঠে এসেছে গোয়ার (Goa) নাম ৷ ওই রাজ্যেও সংগঠন বিস্তারে তৃণমূল চেষ্টা করছে বলে খবর পাওয়া গিয়েছে ৷ যদিও এই নিয়ে চিন্তিত নন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Goa CM Pramod Sawant) ৷ তিনি বলেন, ‘‘যে কেউ আসতে পারেন ৷ সবাইকে গোয়া ভালবাসে ৷’’

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পশ্চিমবঙ্গে ডাবল সেঞ্চুরি করে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি দলে প্রমোশন দেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৷ তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় ৷

দায়িত্ব নেওয়ার পর অভিষেক জানিয়ে দেন, দেশজুড়ে এবার তৃণমূলের সংগঠন বিস্তারলাভ করবে ৷ সেই মতো ত্রিপুরায় (Tripura) সংগঠন বৃদ্ধির কাজ শুরু করে তৃণমূল ৷ কিন্তু সেখানে তৃণমূলের নেতারা বাংলা থেকে গেলেই অশান্তির ঘটনা ঘটছে ৷ তৃণমূলের দাবি, বিজেপি হেরে যাওয়ার ভয়ে তৃণমূলকে আটকাচ্ছে ৷

আরও পড়ুন : Mukul Sangma : সুস্মিতা দেবের পথে কি মুকুল সাংমা, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল ঘিরে জল্পনা

তার মধ্যে বিজেপি শাসিত আরও একটি রাজ্য গোয়ায় তৃণমূলের তরফে সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে বলে খবর ৷ ইতিমধ্যে দু’বারের কংগ্রেস বিধায়ক অ্যাঞ্জেলো ফার্নান্ডেজের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে ওই কংগ্রেস নেতার দাবি, তাঁকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি তা প্রত্যাখান করেছেন ৷

অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক লুইজিনহো ফ্যালেরিও জানান, অনেকেই সমীক্ষা করছে ৷ সমস্ত নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে ৷ তিনিও তৃণমূলে যোগদান করতে পারেন খবর ৷ তাই তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2012 সাল থেকে তৃণমূল গোয়ায় সংগঠন তৈরির কাজ করছে ৷ ওই বছর গোয়া তৃণমূলের মাথা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. উইলফ্রেড ডি’সুজা ৷ পরে গোয়ার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও তৃণমূলে যোগদেন ৷ যদিও ভোটে তার কোনও প্রভাব পড়েনি ৷

2017 সালে ক্ষমতা ধরে রাখতে সফল হয় বিজেপি জোট সরকার ৷ তার পর অবশ্য জটিলতা তৈরি হয়েছিল ৷ কিন্তু দলের প্রয়াত নেতা মনোহর পর্রীকর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী সংকট সামাল দেন ৷ পরে তাঁর প্রয়াণের পর মুখ্যমন্ত্রী হন প্রমোদ সাওয়ান্ত ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন শুভেন্দু

2022 সালে গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ সেই সময় জোট শরিকদের সঙ্গে বিজেপির সখ্যতা বজায় থাকবে কি না, না থাকলে তৃণমূলের ভূমিকা সেক্ষেত্রে কী হবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.