ETV Bharat / bharat

Sachin Pilot Protest: কংগ্রেস দল বিরোধী বললেও অনশনে অনড় সচিন

author img

By

Published : Apr 11, 2023, 1:54 PM IST

Updated : Apr 11, 2023, 4:38 PM IST

মঙ্গলবার রাজস্থানের জয়পুরের শহিদ স্মারকে একদিনের প্রতীকী অনশনে বসেছেন কংগ্রেসের সচিন পাইলট ৷ যা নিয়ে ওই রাজ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এসেছে ৷

Sachin Pilot Protest
Sachin Pilot Protest

জয়পুর, 11 এপ্রিল: 2023 সালের একেবারে শেষ পর্যায়ে রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ এবার ওই মরু-প্রদেশে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নামবে কংগ্রেস ৷ কিন্তু তার আগে প্রকাশ্যে চলে ওই দলের অন্দরের ফাটল ৷ মঙ্গলবার শীর্ষ নেতৃত্বের নিষেধ উপেক্ষা করেই অনশনে বসে পড়লেন সচিন পাইলট ৷ একদিনের এই প্রতীকী এই অনশনে তাঁর নিশানায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ বিজেপির আমলে হওয়া দুর্নীতিগুলির বিরুদ্ধে গেহলতের নিষ্ক্রিয়তা অভিযোগ তুলেছেন সচিন ৷ সেই কারণেই জয়পুরের শহিদ স্মারকে তিনি এই প্রতীকী অনশনে বসেছেন ৷ যদিও তাঁর অনুগামীরা অনশন মঞ্চের পাশ থেকেই সচিনকে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবিতে সরব হয়েছেন ৷

2018 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রাজস্থান জয়ের অন্যতম কারিগর ছিলেন সচিন ৷ মনে করা হয়েছিল, ভোটে জেতার পর তিনিই হবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু বাস্তবে অশোক গেহলতকে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব দেন কংগ্রেস হাইকমান্ড ৷ গেহলতের ডেপুটি করা হয় সচিনকে ৷ ওয়াকিবহাল মহলের মতে, সচিন ও গেহলতের সম্পর্ক বরাবরই অম্ল-মধুর ৷ তাই উপ-মুখ্যমন্ত্রী হয়েও সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হন তিনি ৷ প্রকাশ্যে বিদ্রোহও ঘোষণা করেন ৷ তার জেরে তাঁকে গেহলতের ডেপুটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয় ৷

মাস কয়েক আগে রাজস্থানের রাজনীতিতে ফের গেহলত-সচিন দ্বৈরথ প্রাসঙ্গিক হয়ে ওঠে ৷ তখন অশোক গেহলতকে কংগ্রেসের পরবর্তী সভাপতি করার জল্পনা শুরু হয়েছিল ওই দলের অন্দরে ৷ সেই সময় সচিন অনুগামীরা আবারও তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন ৷ দলের অন্দরে গেহলতের অনুগামী কংগ্রেস বিধায়করা এর বিরুদ্ধে সরব হন ৷ পরিস্থিতি সামলাতে অশোক গেহলতকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদেই রেখে দেওয়া হয় ৷

কিন্তু ভোট যত এগিয়ে আসবে, সচিন গেহলতের উপর চাপ বাড়াবেন, তা মঙ্গলবারের প্রতীকী অনশন আরও একবার প্রমাণ হল ৷ যদিও কংগ্রেসের তরফে এই অনশনকে ‘দল বিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে ৷ প্রকাশ্যে প্রতিবাদ না করে দলের অন্দরেই সচিনকে এই নিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে ৷ রাজস্থানে এআইসিসি-র তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা সুখজিন্দর সিং রানধাওয়া জানিয়েছেন, সচিন তাঁর কাছে কখনও কোনও বিষয় নিয়ে অভিযোগ জানাননি ৷ তাই তিনি সচিনকে দলের অন্দরে সব জানাতে অনুরোধ করেছেন ৷ কিন্তু সচিন পাইলট নিজের অবস্থানে অনড় ৷ তাঁর দাবি, রাহুল গান্ধি বা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়া আর কারও সঙ্গে তিনি কথা বলবেন না ৷

রাজনৈতিক মহলের মতে, সচিন এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে মরিয়া ৷ সেই কারণে ভোটের আগেই তিনি একেবারে হাইকমান্ডের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিতে চাইছেন ৷ যদিও এই লড়াইয়ে গেহলতও যে সহজে হাল ছাড়বেন না, তা বলাই বাহুল্য ৷ তাই শেষ পর্যন্ত সচিন সফল হন, নাকি কংগ্রেসের হাইকমান্ড অশোক গেহলেতর উপর ভরসা রাখেন, সেটাই দেখার ৷ আর যদি গেহলত সফল হন, তাহলে সচিনের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর নিশ্চয় থাকবে সারা দেশের রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন: রাহুল গান্ধিকে কটাক্ষ ধনকড়ের, পালটা তোষামোদ বন্ধের পরামর্শ রমেশের

Last Updated :Apr 11, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.