ETV Bharat / bharat

Cong Hits Back at Dhankhar: রাহুল গান্ধিকে কটাক্ষ ধনকড়ের, পালটা তোষামোদ বন্ধের পরামর্শ রমেশের

author img

By

Published : Apr 11, 2023, 9:44 AM IST

Jagdeep Dhankhar
জগদীপ ধনকড়

একটি অনুষ্ঠানে গিয়ে জগদীপ ধনকড় রাহুল গান্ধির নাম না-করে তাঁর বিদেশ যাত্রার প্রসঙ্গ টানেন ৷ তিনি জানান, বিদেশে গিয়ে রাজনৈতিক চশমাটা খুলে রাখা উচিত ৷ এর প্রত্যুত্তরে কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ তাঁকে নিরপেক্ষ অবস্থান বজায়ের কথা মনে করিয়ে দিলেন ৷

নয়াদিল্লি, 11 এপ্রিল: মানুষ বিদেশে গিয়ে রাজনৈতিক চশমাটা খুলে রাখুন ৷ রাহুল গান্ধির ব্রিটেন সফর ও সেখানে তাঁর বক্তৃতা নিয়ে তরজা এখনও জারি রয়েছে ৷ এই প্রসঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজনীতির চশমাটা রেখে বিদেশ যাওয়ার কথা বলেন ৷ এর জবাবে ধনকড়কে তুলোধনা করে কংগ্রেসও পরামর্শ দেয়, রাজ্যসভার চেয়ারম্যানের নিরপেক্ষ থাকা উচিত এবং সবসময় সরকারের পৃষ্ঠপোষকতা করা উচিত নয় ৷ প্রসঙ্গত জগদীপ ধনকড় তাঁর পদমর্যাদা বলে রাজ্যসভার চেয়ারম্যানও ৷

রাজধানীতে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের অনুষ্ঠানে ধনকড় বলেন, "2047 সালে ভারতের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে ৷ এর মধ্যে দেশের গৌরবকে কালিমালিপ্ত করার চেষ্টাকে বরদাস্ত করা হবে না ৷" তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধির নাম না-নিয়ে কটাক্ষ করে বলেন, "কেউ বিদেশ সফরে গিয়েছেন ৷ তখন তাঁর রাজনৈতিক চশমাটা রেখে যান ৷"

উপ-রাষ্ট্রপতির এহেন প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে লেখেন, "2015 সাল থেকে যাঁরা এই কাজটা শুরু করেছে, আপনি প্রথমে তাঁদের এই পরামর্শটা দিন ৷ তারপর অন্যদের ৷ দ্বিতীয়ত, মিস্টার চেয়ারম্যানের নিরপেক্ষ অবস্থান রাখা উচিত ৷ সর্বদা সরকারের তোষামোদ করা উচিত নয় ৷"

  • पहले आप उनको यह सलाह दीजिए जिन्होंने इस प्रथा को 2015 में शुरू किया था। फिर प्रवचन दीजिए।

    दूसरी बात, सभापति महोदय को निष्पक्ष होना चाहिए, हमेशा सरकार का गुणगान नहीं करना चाहिए। https://t.co/QSuj2pyEC8

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই অনুষ্ঠানে জগদীপ ধনকড় আরও বলেন, "আপনারা কখনও খেয়াল করে দেখেছেন, কোনও বিদেশি প্রতিনিধি অথবা বিদেশি নাগরিক এই বিশাল গণতান্ত্রিক দেশে এসে তাঁর দেশের সমালোচনা করছেন ? উত্তরটা, অবশ্যই না ৷ আমারা আমাদের দেশের বিজ্ঞানীদের, স্বাস্থ্য কর্মীদের নিয়ে গর্ব অনুভব করি না কেন ? আমাদের উদ্ভাবনের প্রশংসা করি না কেন ?" তিনি আরও বলেন, "আমরা যখনই দেশের বাইরে ঘুরতে যাই না কেন, আমাদের রাজনৈতিক চশমাটা রেখে যাওয়া উচিত ৷ এতে দেশের উপকার হবে ৷ একই সঙ্গে সেই ব্যক্তিবিশেষেরও ৷"

প্রসঙ্গত, রাহুল গান্ধি ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন ৷ এরপর চ্যাথাম হাউজে একটি আলোচনাসভায় দেশের গণতন্ত্র সম্পর্কে অনেক কথা বলেন ৷ এমনকী ব্রিটেনের সংসদদের সঙ্গেও একটি বৈঠকে যোগ দেন ৷ সব জায়গায় তিনি ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ এমনকী বিজেপি সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধীদের কণ্ঠরোধে মাইক বন্ধ করার অভিযোগ তোলেন ৷ এতে উত্তাল হয়ে ওঠে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৷

আরও পড়ুন: রাহুল ইস্য়ুতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি সংসদের দুই কক্ষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.