ETV Bharat / bharat

RSS Activists Booked: তিরুঅনন্তপুরমে পুলিশ পোস্ট ভাঙচুরের অভিযোগ, আটক 17 আরএসএস কর্মী

author img

By

Published : Feb 15, 2023, 8:52 PM IST

ETV Bharat
পুলিশ পোস্ট ভাঙচুরের অভিযোগ আরএসএসের বিরুদ্ধে

কেরলের তিরুঅনন্তপুরমে একাধিক পুলিশ পোস্টে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আরএসএস কর্মীদের বিরুদ্ধে ৷ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে (police post Vandalised by RSS) ৷

তিরুঅনন্তপুরম, 15 ফেব্রুয়ারি: পুলিশ পোস্টে ভাঙচুরের অভিযোগ উঠল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ এই অভিযোগে 17 জন আরএসএস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে ৷ জানা গিয়েছে, এখানকার ভেল্লানি মন্দিরের উৎসবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ওই অস্থায়ী পুলিশ পোস্টগুলি তৈরি করা হয়েছে ৷ সেগুলিতেই ভাঙচুর চালান হয় মঙ্গলবার রাতে ৷ এই মন্দিরের উৎসবের প্রথম দিনেই এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে (RSS activists booked in Thiruvananthapuram) ৷

পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে 17 জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ তদন্ত চলছে ৷ পুলিশের আরও দাবি, এই উৎসব চলাকালীন কোনও গণ্ডগোল পাকানো হতে পারে এই আশঙ্কা ছিলই, সেকারণেই সেখানে অতিরিক্ত পুলিশ পোস্টগুলি তৈরি করা হয়েছিল (police post Vandalised in Thiruvananthapuram) ৷ ঘটনার পর এলাকায় যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷

আরও পড়ুন: বরযাত্রীর অপেক্ষায় থাকা কন্যাপক্ষকে পিষে দিল গাড়ি, মৃত তিন

জানা গিয়েছে, ওই উৎসব চত্বরে পুলিশের একটি অস্থায়ী তাঁবু সরানোর দাবি জানিয়েছিলেন আরএসএস কর্মীরা ৷ এই তাবুটির জন্য তাদের একটি রেস্ট সেন্টার তৈরিতে অসুবিধা হচ্ছে বলে দাবি করে আরএসএস ৷ পুলিশের বিরুদ্ধে সে কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে ৷ তবে, সম্প্রতি এর সঙ্গে যোগ হয় নতুন একটি বিবাদ ৷ ওই মন্দির চত্বরে গেরুয়া পতাকা লাগানো নিয়ে সেই সমস্যার সূত্রপাত ৷

মন্দির চত্বরে কোনও দলের পতাকা না-লাগানো নিয়ে জেলা প্রশাসনের তরফে কোনও নির্দেশ থাকা সত্ত্বেও কেন বিজেপি-আরএসএস সেখানে গেরুয়া পতাকা বসাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন দর্শনার্থীদের একাংশ ৷ বুধবার ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা ৷ তবে তাঁদের নির্দেশ সত্ত্বেও ওই পতাকাগুলি সরানো হয়নি বলেই খবর ৷

আরও পড়ুন: দিল্লিতে যুবককে কুপিয়ে খুন আরটিভি বাস চালকদের ! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.