ETV Bharat / bharat

Berhampur Accident: বরযাত্রীর অপেক্ষায় থাকা কন্যাপক্ষকে পিষে দিল গাড়ি, মৃত তিন

author img

By

Published : Feb 15, 2023, 2:05 PM IST

ওড়িশার গঞ্জাম জেলার বেহারমপুর শহরে দ্রুতগতিতে আসা একটি গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 12 জন ৷ বরযাত্রীদের জন্য যখন অপেক্ষা করছিল কন্যাপক্ষ, তখনই দুর্ঘটনাটি ঘটে (Scorpio Ramp over Bride Family Members) ৷

Berhampur Accident
Berhampur Accident

বেরহামপুর (ওড়িশা), 15 ফেব্রুয়ারি: বরযাত্রীদের জন্য অপেক্ষা করছিল কন্যাপক্ষ ৷ ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি স্করপিও পিষে দেয় তাদের বেশ কয়েকজনকে (Scorpio Ramp over Bride Family Members) ৷ তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 12 জন ৷ আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার বেহারমপুর শহরের গোপালপুর থানার অন্তর্গত মান্দিয়াপল্লি গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মান্দিয়াপল্লি গ্রামে বিয়ে ছিল ৷ সেই কারণে কনের পরিবারের সদস্যরা মান্দিয়াপল্লী গ্রামে বরপক্ষকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন । কনের পক্ষ থেকে 30 জনেরও বেশি লোক বরকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন । তখনই একটি দ্রুতগামী স্করপিও গাড়ি তাঁদের পিষে দেয় (Berhampur Accident) ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে দু’জন মহিলা ও একজন শিশু ৷

মৃতদের নাম, স্বপ্না রেড্ডি (22), সঞ্জু রেড্ডি (23) এবং ভারতী রেড্ডি (12) ৷ ভারতী লাঞ্জিপল্লি কেশব নগরের বাসিন্দা ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ তাঁদের স্থানীয় এমকেসিজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

গোপালপুর থানার (Gopalpur PS) পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মত্ত অবস্থায় ছিল বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে ৷ তারা জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ি ফেলে ওই চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ৷ কিন্তু তাঁকে ধরে ফেলা হয় ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ তাঁকে আটক করেছে ৷ তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ এদিকে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷ বিষাদের ছেয়ে নেমেছে আনন্দ অনুষ্ঠানের বাড়িতে ৷

আরও পড়ুন: কীটনাশকের গুঁড়ো খেয়ে তিন ও সাত বছরের দুই ভাইবোনের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.