ETV Bharat / bharat

অসম ‘আত্মনির্ভর ভারত’-এর গুরুত্বপূর্ণ স্তম্ভ : মোদি

author img

By

Published : Jan 23, 2021, 1:27 PM IST

PM Modi said that assam is an important piller of atmanirbhar bharat
অসম ‘আত্মনির্ভর ভারত’-এর গুরুত্বপূর্ণ স্তম্ভ : মোদি

এদিন অসমের শিবসাগর জেলায় অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়ার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অসমে বিজেপি পরিচালিত সরকারের প্রশংসা করেছেন৷

গুয়াহাটি, 23 জানুয়ারি : অসমের মূল নিবাসীদের জমির কাগজ বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে অসমের মূল নিবাসীদের ‘স্বীকৃতি’ দিতেই জমির নথি দেওয়া হল৷ এদিন অসমে আয়োজিত ওই অনুষ্ঠানে মোদি জানান যে স্বাধীনতার পর থেকে এত বছর কেটে গিয়েছে, তবুও অসমের বাসিন্দারা নিজেদের জমির স্বীকৃতি পাননি৷ প্রধানমন্ত্রী জানান, এবার থেকে সকলেই পিএম-কিষান সম্মান নিধি-সহ সমস্ত সরকারি সুবিধা পাবেন৷

এদিন অসমের শিবসাগর জেলায় অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়ার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অসমে বিজেপি পরিচালিত সরকারের প্রশংসা করেছেন৷ পাট্টা দেওয়ার বিষয়টির পুরো কৃতিত্ব নিয়ে সর্বানন্দ সোনওয়ালের সরকারের উপর দিয়েছেন৷

পাশাপাশি অসমবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ সেই কারণেই তিনি বারবার অসমে ছুটে আসেন বলে জানিয়েছেন৷ একই সঙ্গে দাবি করেছেন যে অসমে এখন উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে৷ নানা সমস্যার সমাধান হয়েছে ৷ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে রেল ও সড়কপথে যোগাযোগ তৈরিতে অসম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে৷ তাই অসমকে ‘আত্মনির্ভর ভারত’-এর গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন : নেতাজির 125তম জন্মদিন উপলক্ষে আজ কলকাতায় প্রধানমন্ত্রী, শ্যামবাজার থেকে পদযাত্রা মমতার

অসম থেকেই এদিন কলকাতায় নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তাই এদিন অসমের ওই অনুষ্ঠান থেকে নেতাজির প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী৷ আজ, 23 জানুয়ারি পরাক্রম দিবসের কথাও বলেছেন৷ নেতাজির জীবন ভারতবাসীর কাছে অনুপ্রেরণা বলে মন্তব্য করেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.