ETV Bharat / bharat

Viral College Notice: বিনা বয়ফ্রেন্ডে প্রবেশ নিষিদ্ধ ! কলেজের 'প্রেমের' নোটিশে উত্তাল সোশাল মিডিয়া

author img

By

Published : Jan 28, 2023, 10:22 PM IST

Etv Bharat
Etv Bharat

সামনেই প্রেম দিবস (Viral College Notice) । অন্তত একজন বয়ফ্রেন্ড না-থাকলে প্রবেশ করা যাবে না কলেজে । আজব নোটিশে বিতর্কে কর্তৃপক্ষ । যদিও, ঘটনাটি ভুয়ো । সাফ জানিয়ে অধ্যক্ষা বললেন, 'যে এই কাণ্ড ঘটিয়েছে তাঁর রেহাই নেই (College Notice went Viral) ।'

নবরঙ্গপুর (ওড়িশা), 28 জানুয়ারি: 'বসন্ত এসে গেছে...' । এবার লাগল তারই ছোঁয়া শিক্ষাঙ্গনেও । সামনেই 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে । প্রেমে ভাসবে শহর, প্রিয় মানুষে ফের মন মজাবেন প্রত্যেকে । ফলে স্বভাবতই মন ভার সিঙ্গলদের । এবার তাঁদের জন্য ফের দুঃসংবাদ । অন্তত যেই একাকিনীরা উমারকোট পেন্দ্রানী কলেজে পড়েন তাঁদের জন্য তো বটেই (No entry without Boy friend) ।

কারণ, উমারকোট পেন্দ্রানী কলেজে একটি নোটিশ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই নোটিশ । 'অফিসিয়াল' স্টেটমেন্ট দিয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, 14 তারিখের মধ্যে অন্তত একটি বয়ফ্রেন্ড না-থাকলে ক্যাম্পাসে প্রবেশ 'নিষিদ্ধ' । ফলে, মনে ব্যথার পাশাপাশি এবার মাথায় হাত পড়ুয়াদের ।

কী বলছে ওই নোটিশ ?

নোটিশে লেখা রয়েছে, সামনেই 14 ফেব্রুয়ারি । প্রেম দিবস । ফলে প্রেমের জোয়ারে ভাসতে অন্তত একজন বয়ফ্রেন্ড থাকতেই হবে । নচেৎ কলেজে প্রবেশ নিষিদ্ধ । ছাত্রীদের সুরক্ষা প্রসঙ্গেই নাকি এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সঙ্গে জানানো হয়েছে, প্রিয়জনের সঙ্গে চ্যাটের প্রিন্ট-আউট প্রমাণস্বরূপ কলেজে জমা করতে হবে । প্রেম ছড়ানোর বার্তা দেওয়া ওই নোটিশের নীচে কলেজের অধ্যক্ষার সইও জ্বলজ্বল করছে ।

College Notice
কলেজের 'প্রেমের' নোটিশে উত্তাল সোশাল মিডিয়া

আসল ঘটনা জানুন:

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নেহাতই 'ফিচলেমি' । কেউ পুরনো একটি নোটিশে ওই কয়েকটি কথা 'এডিট' করে বসিয়ে তা দেওয়ালে টাঙিয়ে দিয়েছে । কারণ নোটিশ নম্বর বলছে, 26 জানুয়ারি অবধি ওই নিয়ম বলবৎ ছিল । তাতে 14 ফেব্রুয়ারির কোনও কথাই ছিল না ।

আরও পড়ুন: প্রেমের পথে কাঁটা স্বামী, নাসিকে চিকিৎসককে ইনজেকশন দ্বিতীয় স্ত্রী-প্রেমিকের

কলেজের অধ্যক্ষ অনিতা মাঝি বলেন, "নোটিশটি সম্পূর্ণ ভুয়ো । যে নোটিফিকেশন নম্বরটি ভাইরাল হচ্ছে তা গত 26 জানুয়ারির সরস্বতী পূজার বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল । কেউ তা কপি করে ভাইরাল করেছে ।" কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খুঁজে দেখছে কর্তৃপক্ষ । মূর্তিমানকে খুঁজে পেলে কর্তৃপক্ষ যে প্রেমের ভাষা ব্যবহার করবে না, তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কে কলেজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.