Odisha College V-Day Controversy: ভ্যালেন্টাইন্স ডে-তে বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কে কলেজ

author img

By

Published : Jan 25, 2023, 10:23 AM IST

Odisha College V-Day Controversy ETV BHARAT

ওড়িশার একটি কলেজের লেটার হেডে জারি হওয়া বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক (Odisha College V-Day Controversy) ৷ ভ্যালেন্টাইন্স ডে-তে সব ছাত্রীদের বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷ ঘটনায় পুলিশের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ ৷

জগতসিংপুর (ওড়িশা), 25 জানুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে-র আগে বিতর্কে ওড়িশার স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল অটোনমাস কলেজ ৷ বিতর্কের কেন্দ্রবিন্দুিতে রযেছে একটি বিজ্ঞপ্ত ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সমস্ত ছাত্রীর এই ভ্যালেন্টাইন্স ডে-তে বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক (Have Boyfriends by Valentines Day College Notice Sparks Controversy) ৷ আর এই আজব বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষের সই রয়েছেও বলে অভিযোগ ৷ এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বিতর্ক শুরু হয়েছে ৷

কিন্তু, প্রশ্ন উঠছে সত্যিই এই বিজ্ঞপ্তি কলেজ কর্তৃপক্ষ জারি করেছে ? এনিয়ে কলেজের অধ্যক্ষ বিজয় কুমার পাত্র জানিয়েছেন, তিনি বা কলেজের কোনও আধিকারিক এই বিজ্ঞপ্তি জারি করেননি ৷ কলেজের লেটার হেডে অধ্যক্ষের সই করা যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো ৷ এনিয়ে অধ্যক্ষ বিজয় কুমার পাত্র পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ এমনকী কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন ৷ বিশেষ করে যে বা যারা এর সঙ্গে যুক্ত তাঁদের উদ্দেশ্য নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷ প্রশ্ন উঠে গিয়েছে, ছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "14 ফেব্রুয়ারি কলেজর সব মেয়েদের অন্তত একজন বয়ফ্রেন্ড থাকতে হবে ৷ এটা করা হচ্ছে নিরাপত্তার কারণে ৷ সিঙ্গল মেয়েদের কলেজ ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ তাঁদের বয়ফ্রেন্ডের সঙ্গে সাম্প্রতিককালে তোলা ছবি দেখাতে হবে ৷" আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে থাকেন পড়ুয়ারা ৷ বিষয়টি জানতে পেরে অধ্যক্ষ দ্রুত পুলিশে খবর দেন । পাশাপাশি, জানিয়ে দেন, কলেজের তরফে এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷

আরও পড়ুন: মেসেজের লিঙ্ক খুলতেই নিজের নগ্ন ছবি, পুলিশের দ্বারস্থ মহিলা

সাংবাদিকদের অধ্যক্ষ বলেন, "আমার নাম উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 ফেব্রুয়ারির মধ্যে কলেজের সব ছাত্রীদের বয়ফ্রেন্ড থাকতে হবে ৷ ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিটি ভুয়ো ৷ আমি ওই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি করিনি ৷ কিছু দুষ্কৃতী এই কাজের সঙ্গে যুক্ত ৷ নোটিসে থাকা সই ভুয়ো ৷ এমনকী ওই বিজ্ঞপ্তিতে কোনও অফিসিয়াল নম্বর উল্লেখ করা নেই ৷ ফলে প্রমাণিত হয় সেটি ভুয়ো ৷ আমি এই নিয়ে পুলিশে একটি লিখিত অভিযোগ করেছি ৷’’ অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে জগতসিংপুর পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.