ETV Bharat / bharat

Bengaluru Waterlogging: জমা জল পেরিয়ে অফিস যেতে ট্রাক্টরে সওয়ার বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি কর্মীরা

author img

By

Published : Sep 6, 2022, 12:05 PM IST

ট্রাক্টরে করে অফিস যাচ্ছেন বেঙ্গালুরুর আইটি সেক্টরের কর্মীরা (IT Professionals in Bengaluru Take Tractor Rides) ৷ এমনই বিরল দৃশ্য বেঙ্গালুরুর আউটার রিং রোডে ৷ লাগাতার বৃষ্টিতে জল জমে যাওয়ায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে (Bengaluru Waterlogging) ৷ ফলে ট্রাক্টর ভাড়া করে অফিস যাচ্ছেন তাঁরা ৷

IT Professionals in Bengaluru Take Tractor Rides to Reach Office
IT Professionals in Bengaluru Take Tractor Rides to Reach Office

বেঙ্গালুরু, 6 সেপ্টেম্বর: ভারী বৃষ্টির কারণে জলমগ্ন ভারতের 'সিলিকন ভ্যালি' (Bengaluru Waterlogging) বেঙ্গালুরু ৷ আর তার জেরে ট্রাক্টরে করে অফিস পৌঁছতে হচ্ছে বেসরকারি তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীদের (IT Professionals in Bengaluru Take Tractor Rides) ৷ মঙ্গলবার সকালে এমনই ছবি দেখা গেল ভারতের আইটি হাব বেঙ্গালুরুতে ৷ যা একেবারেই নতুন অভিজ্ঞতা বলে জানালেন তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীরা ৷

বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরের কাছে ইয়েমালুর এলাকায় বহু বেসরকারি তথ্য-প্রযুক্তি সংস্থার অফিস রয়েছে ৷ কিন্তু, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পুরো ইয়েমালুর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ কোনও গাড়ি সেখানে চলাচল করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে পৌঁছানো দুস্কর হয়ে গিয়েছে সেই সব তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মীরা ৷ ফলে জমা জলের যন্ত্রণা থেকে বাঁচতে, ট্রাক্টর ভাড়া করে দল বেঁধে অফিস পৌঁছলেন তাঁরা ৷ সব মিলিয়ে যা সম্পূর্ণভাবে নতুন অভিজ্ঞতা তথ্য়-প্রযুক্তি সংস্থার কর্মীদের ৷

তেমনি এক বেসরকারি তথ্য-প্রযুক্তি সংস্থার এক কর্মী বলেন, ‘‘আমরা অফিস থেকে বেশি ছুটি নিতে পারব না ৷ তাই 50 টাকা ভাড়া দিয়ে ট্রাক্টরে করে অফিস যাব ৷ তার জন্যই অপেক্ষা করছি ৷’’ তবে, শুধু কর্মীরা নন, অতিবৃষ্টি এবং জল জমার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আইটি সংস্থাগুলিও ৷ এ নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আইটি সংস্থাগুলিকে আশ্বাস দিয়েছেন যে, বৃষ্টি ও জল জমার কারণে আইটি সংস্থাগুলির 225 কোটি টাকার ক্ষতি নিয়ে আলোচনায় বসবেন ৷ এ নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ‘‘আমরা আইটি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করব এবং তাদের সঙ্গে বৃষ্টির কারণে হওয়া ক্ষতি নিয়ে কথা বলব ৷ যেখানে ক্ষতিপূরণ ও অন্যান্য লোকসান নিয়ে আলোচনা করা হবে ৷’’

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে ডুবল মুম্বই, একাধিক এলাকায় জারি সতর্কতা

প্রসঙ্গত, আইটি সংস্থাগুলির তরফে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে একটি আবেদন জানানো হয় ৷ যেখানে বেঙ্গালুরুর আউটার রিং রোডের সমস্যা নিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, আইটি হাবে পৌঁছানোর জন্য যে আউটার রিং রোড রয়েছে, সেখানে জমা জলের কারণে ট্রাফিক জ্যাম হচ্ছে ৷ এর ফলে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গা থেকে আইটি সেক্টরে কাজ করতে আসা লোকজনের জীবন নাজেহাল হয়ে উঠছে ৷ সেই আবেদনের পরেই এ দিন কর্নাটকের মুখ্যমন্ত্রী আইটি সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.