ETV Bharat / bharat

Advocate Wins Against Railway: 22 বছরের লড়াই ! সুদ-সহ ক্ষতিপূরণ দেবে ভারতীয় রেল

author img

By

Published : Dec 11, 2022, 1:22 PM IST

Updated : Dec 11, 2022, 3:09 PM IST

Indian Railway
ETV Bharat

1999 সালের ডিসেম্বর মাসে টিকিটের জন্য 20 টাকা বেশি নিয়েছিল মথুরা ক্যান্টনমেন্ট স্টেশনের বুকিং ক্লার্ক ৷ সেই টাকা ফেরতের জন্য 22 বছর ধরে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন ক্রেতা ৷ কী বলল কনজিউমার ফোরাম (Consumer Forum verdict over Indian Railways extra charge) ?

মথুরা, 11 ডিসেম্বর: দু'দশকেরও বেশি সময় ধরে আইন লড়াই চালিয়ে ফিরে পেলেন 20 টাকা এবং তৎসহ সুদ ৷ মথুরার এক আইনজীবী 22 বছর ধরে কনজিউমার ফোরামে ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে আইনি যুদ্ধ করেন ৷ শেষে ক্রেতা সুরক্ষার রায় তাঁর পক্ষেই গিয়েছে (Advocate from UPs Mathura wins 22 year legal battle over Rs 20 against Indian Railways) ৷

সূত্রে জানা গিয়েছে, 1999 সালের 25 ডিসেম্বর তুঙ্গনাথ চতুর্বেদী মথুরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে (Mathura Cantt railway station) থেকে মোরাদাবাদ যাওয়ার টিকিট কাটেন ৷ তিনি কাউন্টারে দু'টি টিকিট চেয়েছিলেন ৷ বুকিং ক্লার্ক তাঁকে 90 টাকা দিতে বলেন ৷ অথচ মোরাদাবাদ যাওয়ার ট্রেনের (train to Moradabad) ভাড়া জনপিছু 35 টাকা ৷ তাই তুঙ্গনাথের 70 টাকা দেওয়ার কথা ৷ কিন্তু তাঁকে 90 টাকা দিতে হয় ৷

উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা পেশায় আইনজীবী তুঙ্গনাথ ক্লার্কের থেকে 20 টাকা ফেরত চান ৷ কিন্তু বুকিং ক্লার্ক তা দিতে অস্বীকার করেন ৷ এর মধ্যে স্টেশনে ট্রেন চলে আসায় চতুর্বেদীকে ট্রেনে উঠে পড়তে হয় এবং তিনি মোরাদাবাদের উদ্দেশ্যে রওনা দেন ৷ পরে তিনি কনজিউমার ফোরামে ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন ৷ মামলায় উত্তর-পূর্ব রেলওয়ে গোরখপুর এবং মথুরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ওই বুকিং ক্লার্ককে পার্টি করা হয় ৷

আরও পড়ুন: Winter Special Train: বছর শেষের ভিড় সামলাতে জোড়া স্পেশাল ট্রেন

প্রায় 21 বছর লড়ার পর কনজিউমার ফোরাম (Consumer Forum order against Indian Railway) আইনজীবী চতুর্বেদীর পক্ষে রায় দেয় ৷ ফোরাম রেলওয়েকে 20 টাকা ফেরতের নির্দেশ দেয় ৷ এর সঙ্গে বাড়তি প্রতি বছর 12 শতাংশ সুদও দিতে হবে রেলকে ৷ এখানেই শেষ নয়, ফোরামের আরও নির্দেশ, রেলওয়ে তুঙ্গনাথ চতুর্বেদীকে 15 হাজার টাকা ক্ষতিপূরণও দেবে এবং এসবকিছু দিতে হবে রায় ঘোষণার 30 দিনের মধ্যে ৷ এই জয়ের পর চতুর্বেদী বলেন, "বিচার পেতে অনেকটাই সময় লেগে গেল ৷ তাও বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে আমি সন্তুষ্ট ৷"

তিনি আরও জানান, তাঁর পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা তাঁকে রেলের বিরুদ্ধে আইনি যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বহুবার জোর দিয়েছেন ৷ তবে এখন তাঁরা সবাই খুশি, ফোরাম তাঁর সমর্থনে রায় দিয়েছে ৷ এমনকী এই ঘটনায় উৎসাহিত এক প্রতিবেশী তো জোর গলায় জানিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আওয়াজ তোলা উচিত ৷

আরও পড়ুন: স্ট্যাচু অফ ইউনিটি-সহ 5 জ্যোতির্লিঙ্গ দর্শনে বিশেষ ট্রেন

Last Updated :Dec 11, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.