ETV Bharat / sports

তিন বছর পরে ফেড কাপে ফিরে সোনা জয় নীরজ চোপড়ার - Federation Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 10:33 PM IST

Athletics Neeraj Chopra: ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটে সোনা জিতলেন নীরজ চোপড়া। চার নম্বর থ্রোয়ে 82.27 মিটার দূরত্ব পার করে সোনা জিতে নেন নীরজ।

Athletics Neeraj Chopra
সোনা জয় নীরজ চোপড়ার (ইটিভি ভারত)

কলকাতা, 15 মে: প্রত্যাশা মতোই ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটে সোনা জিতলেন নীরজ চোপড়া। তিন বছর পরে দেশের মাটিতে কোনও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিলেন কিংবদন্তী জ্যাভলিন থ্রোয়ার। অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী নীরজের প্রথম হওয়া নিয়ে কারও সন্দেহ ছিল না। বরং সেটা না হলেই অঘটন হতো। তাই নীরজ কতটা দূর জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন, সেটা দেখতেই সকলেই আগ্রহী ছিলেন।

ভূবনেশ্বরে ফেডারেশন কাপের আসরে নীরজ বুধবার চার নম্বর থ্রোয়ে 82.27 মিটার দূরত্ব পার করে সোনা জিতে নেন। তাঁকে তিন নম্বর থ্রো পর্যন্ত প্রতিদ্বন্দিতায় ফেলে ছিলেন ডিপি মানু। কিন্তু চার নম্বর থ্রোয়ে 82.06 মিটার ছুঁয়ে দ্বিতীয় হয়ে যান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইভেন্ট চলাকালীন নীরজকে তাঁর কোচের সঙ্গে হালকা মেজাজে গল্প করতেও দেখা যায়।

তিন বছর আগে 2021 সালের 17 মার্চ ফেডারেশন কাপে শেষবার অংশ নিয়েছিলেন নীরজ। সেই সময় 87.80 মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন। তারপর 2022 সালে টোকিও অলিম্পিক এবং ডায়মন্ড লিগে সোনা জেতেন। 2023 সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ছাড়াও চিনে এশিয়ান গেমসে সোনা জেতেন। ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন তিনি। ইতিমধ্যেই নীরজ জানিয়েছেন, তিনি নব্বই মিটার দূরত্ব ছোঁড়ার লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছেন।

সামনেই অলিম্পিক। প্যারিসে নীরজ ফের সোনা জিতবে, এটাই দেশের আশা। প্রত্যাশা মতো তিনি সোনা জিতলেও দাগ কাটতে ব্যর্থ কিশোর জেনা। মনে করা হয়েছিল কিশোর জেনা এবং নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ের দ্বৈরথ ফেডারেশন কাপের শেষ দিনে দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে। কিন্তু কিশোর জেনা ছন্দের ধারেপাশে ছিলেন না। 75.25 মিটার জ্যাভলিন ছুঁড়ে দর্শকদের কার্যত হতাশই করেন তিনি। তাঁর বদলে আশা জাগিয়ে শুরু করেছিলেন ডিপি মানু। তিন নম্বর পর্যন্ত ডিপি মানু প্রথমে ছিলেন। কিন্তু শেষ থ্রোয়ে বাজি মারলেন নীরজই ।

আরও পড়ুন

1. সামনেই টি-20 বিশ্বকাপ, ‘মেন ইন ব্লু’র নয়া কোচের বিজ্ঞাপন দিল বিসিসিআই

2. জকোভিচের মাথায় জলের বোতলের আঘাত, অনুরাগীদের বার্তা টেনিস তারকার

3. 'ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই', প্যারিস অলিম্পিক্সই লক্ষ্য দোহায় দ্বিতীয় নীরজের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.