ETV Bharat / sports

'ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই', প্যারিস অলিম্পিক্সই লক্ষ্য দোহায় দ্বিতীয় নীরজের - Doha Diamond League 2024 - DOHA DIAMOND LEAGUE 2024

Doha Diamond League 2024: বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েছেন ৷ শেষ চেষ্টায় 88.36 মিটার জ্যাভলিন থ্রো করেন সোনার ছেলে নীরজ । মাত্র 2 সেন্টিমিটারের জন্য দোহা ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হতে পারলেন না ৷ দোহায় দ্বিতীয় নীরজ তারপরই বলেন, "ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই ৷" অর্থাৎ তিনি একপ্রকার জানিয়ে দিলেন আসন্ন প্যারিস অলিম্পিক্সে তিনি এই লক্ষ্যপূরণ করতে বদ্ধপরিকর ৷

Doha Diamond League 2024
দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ (দ্য স্পোর্টসগ্রাম ইন্ডিয়া এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 10:44 AM IST

দোহা, 11 মে: মাত্র দু'সেন্টিমিটারের ফারাক ৷ অল্পের জন্য শীর্ষস্থান দখল করতে পারলেন না 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ দোহা ডায়মন্ড লিগে 88.36 মিটার জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতের তারকা নীরজ। শীর্ষে চেক প্রজাতন্ত্রের জ্যাকোব ভাদলেচ ৷ তৃতীয় রাউন্ডে তিনি থ্রো করেন 88.38 মিটার। মাত্র 2 সেন্টিমেটারের জন্য আরও এক চ্যাম্পিয়নের খেতাব অধরা হয়ে গেল হরিয়ানার 26 বছরের নীরজের ৷ বহুদিন ধরে 90 মিটার থ্রো কিছুতেই করতে পারছেন না নীরজ ৷ এনিয়ে তিনি বলেন, "ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই ৷" মানেটা পরিষ্কার তিনি 2024 অলিম্পিক্সে এই লক্ষ্যপূরণে নামতে চলেছেন ৷

আগামী জুলাই মাসে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। দেশ ফের স্বর্ণপদকের আশা করছে নীরজের থেকে। তার আগে দোহায় ডায়মন্ড লিগ দিয়ে মরশুম শুরু করেন নীরজ। তারপর আগামী 12 মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা ফেডারেশন কাপেও দেখা যাবে তাঁকে। যদিও দোহায় সেরা হতে পারলেন না ৷ চেক প্রজাতন্ত্রের জ্যাকোব ভাদলেচ গতবছর ইউজিনে ফাইনালে নীরজকে হারিয়ে ডায়মন্ড লিগের শিরোপা জিতেছিলেন ৷ এবার ফের আরও একবার নীরজকে পিছনে ফেললেন তিনি ৷

দোহা ডায়মন্ড লিগ পর্বে শুরুটা ধীর স্থির করেন নীরজ চোপড়া। প্রথম থ্রো-টি ডিসকোয়ালিফাই হয়ে যায়। দ্বিতীয় থ্রোয়ে 84.93 মিটার ছোড়েন নীরজ। তৃতীয় থ্রোয়ে ছুড়েছিলেন 86.24 মিটার। চতুর্থ থ্রোতে জ্যাভলিন পৌঁছয় 86.18 ৷ পঞ্চম থ্রোটি অবশ্য ভালো হয়নি (82.28)। ষষ্ঠ তথা ফাইনাল থ্রোয়ে 88.36 মিটার। দোহায় তাঁর সঙ্গেই নেমেছিলেন ভারতের কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। কিন্তু এদিন তাঁর ফল ভালো হয়নি ৷ নবম হন কিশোর জেনা ৷

2023-এর হ্যাংঝাউ এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর এই প্রথম একসঙ্গে দোহা ডায়মন্ড লিগে নামেন দুই অ্যাথলিট। নীরজ 88.88 মিটারের দারুণ থ্রো করে ইভেন্টে সোনা জেতেন এবং জেনা 87.45 মিটার ছুড়ে রূপো জেতেন।

আরও পড়ুন:

  1. 'সোনার ছেলে' নীরজের গ্রামে রেলক্রসিংয়ে নেই গেট! দীর্ঘদিন ধরে দাবি উঠলেও মেলেনি সুরাহা
  2. এশিয়াডের পর অলিম্পিক্সে পদক দখলে রাখাই লক্ষ্য নীরজের
  3. কলকাতার মিষ্টি চাখতে চান, নীরজের প্রশংসায় কলিন জ্যাকসন

দোহা, 11 মে: মাত্র দু'সেন্টিমিটারের ফারাক ৷ অল্পের জন্য শীর্ষস্থান দখল করতে পারলেন না 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ দোহা ডায়মন্ড লিগে 88.36 মিটার জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতের তারকা নীরজ। শীর্ষে চেক প্রজাতন্ত্রের জ্যাকোব ভাদলেচ ৷ তৃতীয় রাউন্ডে তিনি থ্রো করেন 88.38 মিটার। মাত্র 2 সেন্টিমেটারের জন্য আরও এক চ্যাম্পিয়নের খেতাব অধরা হয়ে গেল হরিয়ানার 26 বছরের নীরজের ৷ বহুদিন ধরে 90 মিটার থ্রো কিছুতেই করতে পারছেন না নীরজ ৷ এনিয়ে তিনি বলেন, "ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই ৷" মানেটা পরিষ্কার তিনি 2024 অলিম্পিক্সে এই লক্ষ্যপূরণে নামতে চলেছেন ৷

আগামী জুলাই মাসে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। দেশ ফের স্বর্ণপদকের আশা করছে নীরজের থেকে। তার আগে দোহায় ডায়মন্ড লিগ দিয়ে মরশুম শুরু করেন নীরজ। তারপর আগামী 12 মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা ফেডারেশন কাপেও দেখা যাবে তাঁকে। যদিও দোহায় সেরা হতে পারলেন না ৷ চেক প্রজাতন্ত্রের জ্যাকোব ভাদলেচ গতবছর ইউজিনে ফাইনালে নীরজকে হারিয়ে ডায়মন্ড লিগের শিরোপা জিতেছিলেন ৷ এবার ফের আরও একবার নীরজকে পিছনে ফেললেন তিনি ৷

দোহা ডায়মন্ড লিগ পর্বে শুরুটা ধীর স্থির করেন নীরজ চোপড়া। প্রথম থ্রো-টি ডিসকোয়ালিফাই হয়ে যায়। দ্বিতীয় থ্রোয়ে 84.93 মিটার ছোড়েন নীরজ। তৃতীয় থ্রোয়ে ছুড়েছিলেন 86.24 মিটার। চতুর্থ থ্রোতে জ্যাভলিন পৌঁছয় 86.18 ৷ পঞ্চম থ্রোটি অবশ্য ভালো হয়নি (82.28)। ষষ্ঠ তথা ফাইনাল থ্রোয়ে 88.36 মিটার। দোহায় তাঁর সঙ্গেই নেমেছিলেন ভারতের কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। কিন্তু এদিন তাঁর ফল ভালো হয়নি ৷ নবম হন কিশোর জেনা ৷

2023-এর হ্যাংঝাউ এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর এই প্রথম একসঙ্গে দোহা ডায়মন্ড লিগে নামেন দুই অ্যাথলিট। নীরজ 88.88 মিটারের দারুণ থ্রো করে ইভেন্টে সোনা জেতেন এবং জেনা 87.45 মিটার ছুড়ে রূপো জেতেন।

আরও পড়ুন:

  1. 'সোনার ছেলে' নীরজের গ্রামে রেলক্রসিংয়ে নেই গেট! দীর্ঘদিন ধরে দাবি উঠলেও মেলেনি সুরাহা
  2. এশিয়াডের পর অলিম্পিক্সে পদক দখলে রাখাই লক্ষ্য নীরজের
  3. কলকাতার মিষ্টি চাখতে চান, নীরজের প্রশংসায় কলিন জ্যাকসন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.