দোহা, 11 মে: মাত্র দু'সেন্টিমিটারের ফারাক ৷ অল্পের জন্য শীর্ষস্থান দখল করতে পারলেন না 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ দোহা ডায়মন্ড লিগে 88.36 মিটার জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতের তারকা নীরজ। শীর্ষে চেক প্রজাতন্ত্রের জ্যাকোব ভাদলেচ ৷ তৃতীয় রাউন্ডে তিনি থ্রো করেন 88.38 মিটার। মাত্র 2 সেন্টিমেটারের জন্য আরও এক চ্যাম্পিয়নের খেতাব অধরা হয়ে গেল হরিয়ানার 26 বছরের নীরজের ৷ বহুদিন ধরে 90 মিটার থ্রো কিছুতেই করতে পারছেন না নীরজ ৷ এনিয়ে তিনি বলেন, "ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই ৷" মানেটা পরিষ্কার তিনি 2024 অলিম্পিক্সে এই লক্ষ্যপূরণে নামতে চলেছেন ৷
আগামী জুলাই মাসে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। দেশ ফের স্বর্ণপদকের আশা করছে নীরজের থেকে। তার আগে দোহায় ডায়মন্ড লিগ দিয়ে মরশুম শুরু করেন নীরজ। তারপর আগামী 12 মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা ফেডারেশন কাপেও দেখা যাবে তাঁকে। যদিও দোহায় সেরা হতে পারলেন না ৷ চেক প্রজাতন্ত্রের জ্যাকোব ভাদলেচ গতবছর ইউজিনে ফাইনালে নীরজকে হারিয়ে ডায়মন্ড লিগের শিরোপা জিতেছিলেন ৷ এবার ফের আরও একবার নীরজকে পিছনে ফেললেন তিনি ৷
দোহা ডায়মন্ড লিগ পর্বে শুরুটা ধীর স্থির করেন নীরজ চোপড়া। প্রথম থ্রো-টি ডিসকোয়ালিফাই হয়ে যায়। দ্বিতীয় থ্রোয়ে 84.93 মিটার ছোড়েন নীরজ। তৃতীয় থ্রোয়ে ছুড়েছিলেন 86.24 মিটার। চতুর্থ থ্রোতে জ্যাভলিন পৌঁছয় 86.18 ৷ পঞ্চম থ্রোটি অবশ্য ভালো হয়নি (82.28)। ষষ্ঠ তথা ফাইনাল থ্রোয়ে 88.36 মিটার। দোহায় তাঁর সঙ্গেই নেমেছিলেন ভারতের কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। কিন্তু এদিন তাঁর ফল ভালো হয়নি ৷ নবম হন কিশোর জেনা ৷
2023-এর হ্যাংঝাউ এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর এই প্রথম একসঙ্গে দোহা ডায়মন্ড লিগে নামেন দুই অ্যাথলিট। নীরজ 88.88 মিটারের দারুণ থ্রো করে ইভেন্টে সোনা জেতেন এবং জেনা 87.45 মিটার ছুড়ে রূপো জেতেন।
আরও পড়ুন: