ETV Bharat / bharat

Neeraj Chopra: 'সোনার ছেলে' নীরজের গ্রামে রেলক্রসিংয়ে নেই গেট! দীর্ঘদিন ধরে দাবি উঠলেও মেলেনি সুরাহা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 9:05 AM IST

নীরজ চোপড়া
Neeraj Chopra

Gold Medalist Neeraj Chopra Village: হরিয়ানার পানিপথের বাসিন্দা তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া ৷ সারা বিশ্বজুড়ে জ্যাভলিন থ্রো'য়ে অনেক স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করেছেন। কিন্তু, আপনি কি জানেন সোনার ছেলের গ্রামের রাস্তার কি অবস্থা? যাঁরা নীরজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাঁরাই বলছেন ওই গ্রামের রাস্তার এ কী অবস্থা!

নীরজের গ্রামে রেলক্রসিংয়ে নেই গেট

পানিপথ, 11 অক্টোবর: ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে একের পর এক সোনালি রেকর্ড নথিভুক্ত করে চলেছেন হরিয়ানার পানিপথ জেলার ছোট্ট গ্রাম খান্ডরার বাসিন্দা নীরজ চোপড়া। একের পর এক সোনা জয়ে নীরজ চোপড়া আজ বড় তারকা হয়ে উঠেছেন। তাঁর সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে দেখা করতে যেতে চাইছেন অনেকেই ৷ আর সেখানে গেলেই অবাক হচ্ছেন তাঁরা ৷ একের পর এক দেশকে সোনা দিয়ে নাম উজ্জ্বল করা নীরজের গ্রামের রাস্তার এ কী অবস্থা! গ্রামের রাস্তা এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে তারকা অ্যাথলিটের কাছে পৌঁছনোই যাচ্ছে না ৷ নীরজের গ্রামে যে রেলক্রসিং রয়েছে, তাতে গেট নেই ৷ দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের এই গেটের দাবি উঠলেও মেলেনি সুরাহা ৷

নীরজ চোপড়ার গ্রামে যাওয়ার পথে গেট ছাড়া রেলক্রসিং: স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার গ্রামের রেললাইনের ক্রসিংয়ে কোনও গেট নেই ৷ এর পাশাপাশি ওই রেলক্রসিংয়ে কোনও কর্মচারীকে ডিউটিতেও নিযুক্ত করা হয়নি। এই রাস্তা দিয়ে শত শত মানুষের যাতায়াত ৷ বহু বছর ধরে গ্রামবাসীরা রেলগেটের দাবি করলেও আজ পর্যন্ত তাতে কোনও কর্ণপাত করা হয়নি ৷

এই রেলক্রসিং অনেক দুর্ঘটনার সাক্ষী: আশেপাশের লোকজন বলছেন, এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। এই রেললাইন পার হওয়ার সময় কখনও ট্রাক্টর, কখনও ট্রলি, কখনও ট্যাক্সির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। রেললাইন পার হতে গিয়ে প্রাণও হারিয়েছেন অনেক বাইক আরোহীও। বারবার দুর্ঘটনা ঘটলেও রেলওয়ে প্রশাসন এদিকে কোনও নজর দিচ্ছে না এবং স্থানীয় প্রশাসনেরও নজর নেই।

রেললাইন পার হওয়ার সময় সকলেই ভয় পায়: সোনার ছেলে নীরজ চোপড়ার সঙ্গে দেখা করতে হলে এই রেললাইন পার হতে হয়। বিধায়ক থেকে শুরু করে প্রতিদিন বহু মানুষকে এই রেললাইন পার হতে হয়। এ ব্যাপারে শহরের বিধায়ক প্রমোদ ভিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও কথার জবাব দেননি ৷ বিধায়কের আগে জেলার ডেপুটি কালেক্টর এবং পুলিশ সুপারও গিয়েছিলেন নীরজের বাড়িতে। তাঁদের কি এ অবস্থা চোখে পড়েনি?

রেল ক্রসিংয়ে গেট বসানোর দাবি: তবে দেশকে সারা বিশ্বে জ্বলজ্বল করে তোলা নীরজ চোপড়াকে অনেক বিভাগ এবং অনেক কোম্পানি নানা জিনিস উপহার দিয়েছে। সোনার ছেলে'কে সম্মান জানাতে ভারতীয় ডাক বিভাগ তাঁর গ্রামে সোনালি রংয়ের পোস্ট বক্স বসিয়েছে। এত কিছুর পর মানুষের একটাই প্রশ্ন, কবে এই রেলক্রসিংয়ে গেট বসানো হবে? নাকি বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটলে তবে টনক নড়বে প্রশাসনের ৷

আরও পড়ুন: 'প্রতিভা আগেও ছিল, কিন্তু সুযোগ-সুবিধা ছিল না', এশিয়াড জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দাবি মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.