ETV Bharat / state

Winter Special Train: বছর শেষের ভিড় সামলাতে জোড়া স্পেশাল ট্রেন

author img

By

Published : Dec 7, 2022, 8:50 PM IST

শীত এবং উৎসবের মরশুমের কথা মাথায় রেখে একজোড়া স্পেশাল ট্রেন (Winter Special Train) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway) ৷ কোন রুটে এবং কবে চলবে ট্রেন দু'টি ?

two Winter Special Train announced by Eastern Railway for Howrah New Jalpaiguri Junction route
Winter Special Train: বছর শেষের ভিড় সামলাতে জোড়া স্পেশাল ট্রেন

হাওড়া, 7 ডিসেম্বর: শীতের ছুটিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আগেভাগেই উদ্যোগী হল ভারতীয় রেল (Indian Railway) ৷ হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah-New Jalpaiguri Junction) রুটে যাতায়াতের জন্য এক জোড়া স্পেশাল ট্রেন (Winter Special Train) চালানোর সিদ্ধান্ত নিল তারা ৷ ইতিমধ্যেই পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রকাশ করা হয়েছে এই দুই বিশেষ ট্রেনের সময়সূচি (Time Table) ৷

রেলের প্রকাশিত সূচি অনুসারে, 03027 হাওড়া-নিউ জলপাইগুড়ি উইন্টার স্পেশাল হাওড়া থেকে ছাড়বে আগামী 24 ডিসেম্বর ৷ যাত্রা শুরুর নির্ধারিত সময়, রাত 11টা 40 মিনিট ৷ এই ট্রেনটি পরের দিন অর্থাৎ 25 ডিসেম্বর সকাল 10টা 10 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ৷

আরও পড়ুন: ভাঙছে পাড়, গঙ্গাগর্ভে হাওড়া তলিয়ে যাওয়ার আশঙ্কায় সুভাষ দত্ত

এর পাশাপাশি, 03028 নিউ জলপাইগুড়ি-হাওড়া উইন্টার স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে 25 ডিসেম্বর দুপুর 12টায় হাওড়ার উদ্দেশে রওনা দেবে ৷ ওই ট্রেনটি ওই দিনই রাত 11টা 5 মিনিটে হাওড়া পৌঁছে যাবে ৷ শীত এবং বছরশেষের উৎসবের মরশুমে এই জোড়া স্পেশাল ট্রেন ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে দাঁড়াবে ৷ দু'টি ট্রেনেই সাধারণ কামরার পাশাপাশি থাকবে স্লিপার এবং বাতানকুল কামরা ৷ পূর্ব রেলের পক্ষ থেকে এই জোড়া উইন্টার স্পেশাল ট্রেনের টিকিট কাটার দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.