ETV Bharat / bharat

Corona Update in India : 24 ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় চার হাজার, দিল্লিতে সংক্রামিত দেড় হাজার

author img

By

Published : May 7, 2022, 9:46 AM IST

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ আজকের রিপোর্টে সাড়ে তিন হাজার অতিক্রম করে চার হাজারের ঘরের দিকে এগোচ্ছে দৈনিক সংক্রমণ ৷ দিল্লিতেও করোনা পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি ৷ রাজধানীতে কনটেনমেন্ট জোন 1 হাজার 597 (Corona Update in India) ৷

নয়াদিল্লি, 6 মে : দেশে বাড়ছে করোনা সংক্রমণ ৷ শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 3 হাজার 805 জন (India reports 3805 new COVID19 cases in last 24 hours) ৷ আগের দিন যা ছিল 3 হাজার 549 ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিত হয়েছেন 4 কোটি 30 লক্ষ 98 হাজার 743 জন ৷

করোনা আক্রান্ত মৃতের সংখ্যায় তেমন কিছু বদল হয়নি ৷ গত 24 ঘণ্টায় 22 জনের মৃত্যু হয়েছে, আগের দিন যা ছিল 27 ৷ এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5 লক্ষ 24 হাজার 24 জন ৷

শনিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 20 হাজার 303, যা মোট সংক্রমণের 0.05 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 19 হাজার 688 ৷ করোনা সংক্রমণের দৈনিক হার (Daily positivity rate) 0.76 শতাংশ থেকে বেড়ে 0.78 শতাংশ হয়েছে ৷

আরও পড়ুন : Delhi Govt Mask Fine : দিল্লিতে মাস্ক না-পরায় 13 দিনে 22 লাখ টাকা জরিমানা সরকারের

কমেছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 3 হাজার 168 জন ৷ আগের দিন 3 হাজার 549 জন সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 54 হাজার 416 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷ দেশে প্রায় 190 কোটি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

দিল্লির করোনা পরিস্থিতি

শুক্রবার বিকেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 656 জন (Delhi records 1656 COVID-19 cases), যা গত তিন মাসে সর্বোচ্চ ৷ বৃহস্পতিবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 1 হাজার 365 জন ৷ রাজধানীতে দৈনিক সংক্রমণ দেড় হাজারেরও বেশি হল ৷ এনিয়ে রাজধানীতে মোট করোনা সংক্রামিত হলেন 18 লক্ষ 91 হাজার 425 জন ৷ কোনও করোনা রোগীর মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা 26 হাজার 177 রয়েছে ৷ রাজধানীতে সক্রিয় রোগী 5 হাজার 746 জন থেকে বেড়ে হয়েছে 6 হাজার 96 জন ৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল 1 হাজার 473 ৷ তা বেড়ে 1 হাজার 597 করা হয়েছে ৷

তবে দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণের হার 6.35 শতাংশ থেকে কমে 5.39 শতাংশ হয়েছে (Delhi Daily Positivity Rate) ৷ টানা 14 দিন ধরে করোনা সংক্রমণ 1 হাজারের বেশি রয়েছে রাজধানীতে ৷ দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, না-হলে 500 টাকা জরিমানা দিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.