ETV Bharat / bharat

Delhi Govt Mask Fine : দিল্লিতে মাস্ক না-পরায় 13 দিনে 22 লাখ টাকা জরিমানা সরকারের

author img

By

Published : May 6, 2022, 1:07 PM IST

দিল্লিতে করোনা সংক্রমণ ফের বাড়ছে ৷ তাই 22 এপ্রিল দিল্লি সরকার বাইরে বেরলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করে এবং না-পরলে 500 টাকা জরিমানা দিতে হবে ৷ 23 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত সময়ে এই নিয়মভঙ্গ করেছেন সাড়ে চার হাজার মানুষ (Delhi Govt Mask Fine) ৷

Delhi Mask Violation Fine
মাস্ক না পরায় জরিমানা দিল্লিতে

নয়াদিল্লি, 6 মে : মাস্ক না-পরায় জরিমানা করা হয়েছে 4 হাজার 500 জনকে ৷ এই নিয়ম লঙ্ঘনে এখনও পর্যন্ত দিল্লি সরকার 22 লক্ষ টাকার জরিমানা করেছে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে ৷ গত 20 এপ্রিল করোনা সংক্রমণ বাড়তে থাকায় দিল্লির কেজরিওয়াল সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা জানায় ৷ মাস্ক না-পরে বেরলে 500 টাকা জরিমানা ধার্য করা হয় (Delhi Government imposed fines of Rs 22 lakh for not wearing masks) ৷

দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (Delhi Disaster Management Authority, DDMA) গত মাসের বৈঠকে মাস্ক পরে বাইরে বেরনোর সিদ্ধান্ত নেয় ৷ 22 এপ্রিল সরকারি ভাবে জানানো হয় যে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরা বাধ্যতামূলক ৷ মাস্ক না-পরা অবস্থায় ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে ৷

23 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত 13 দিনে মোট 4 হাজার 504 জন লোক এই নিয়ম না মানার দায়ে ধরা পড়েছেন ৷ পূর্ব জেলায় সবেচেয়ে বেশি 1 হাজার 133 জন, নয়াদিল্লিতে 705 জন, দক্ষিণ-পশ্চিমে 588 জন, উত্তর-পূর্বে 562 এবং দক্ষিণ-পূর্বে 553 জনকে মাস্ক না-পরার দায়ে জরিমানা করা হয়েছে ৷ শাহদারা এবং কেন্দ্রের জেলায় কাউকে জরিমানা করা হয়নি (zero mask prosecutions) ৷

পশ্চিম জেলায় 65 জন নিয়ম মানেননি, উত্তরে 221 জন, দক্ষিণে 414 জন এবং উত্তর-পশ্চিমে 263 জনকে জরিমানা করা হয়েছে ৷ এখানে সংখ্যা 500-র কম ৷ দিল্লি সরকার 22 লক্ষ 5 হাজার 500 টাকা জরিমানা করলেও মাত্র 7 লক্ষ 66 হাজার 500 টাকা আদায় করতে পেরেছে ৷

আরও পড়ুন : Delhi Mask Mandatory : দিল্লিতে ফের মাস্ক বাধ্যতামূলক, না মানলে 500 টাকা জরিমানা

দক্ষিণ-পূর্ব জেলার এক আধিকারিক বললেন, "আমরা প্রতিদিন গড়ে 100টা করে চালান দিচ্ছি ৷ বাজার, মাণ্ডি এরকম সব জায়গায় বহু লোক জড়ো হয় ৷ তাই এখানে নজর রাখা হচ্ছে ৷ 8টি দল কাজ করছে ৷ শনি-রবিবারে আরও বেশি লোক বেরোয় ৷ তাই উইকেন্ডে এই সংখ্যা আরও বাড়তে পারে ৷"

তবে যাঁরা নিজের গাড়িতে যাচ্ছেন, তাঁদের এই নিয়ম থেকে বাদ রাখা হয়েছে, জানালেন আধিকারিক ৷ তার ফলে কিছুটা কম হচ্ছে চালানের সংখ্যা ৷ এখন মানুষকে আরও বেশি করে মাস্ক নিয়ে সচেতন করা এবং তাদের মাস্ক পরানোটাই প্রধান লক্ষ্য দিল্লি সরকারের ৷ আরেক আধিকারিক অবশ্য জানালেন, এখন সরকারি অফিসগুলোয় পুরোমাত্রায় কাজ শুরু হয়েছে ৷ তাই কোভিড-19-এর ডিউটিতে কম লোক থাকছে ৷

2 এপ্রিল দিল্লি সরকার মাস্ক পরা বাধ্যতামূলক নয় এবং না-পরার জন্য 500 টাকা জরিমানা করা হবে না বলে ঘোষণা করেন ৷ তখন রাজধানীতে করোনা সংক্রমণ কিছুটা কমেছিল ৷ পরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ফের মাস্ক পরা আবশ্যিক বলে জানায় সরকার ৷ বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 365 জন ৷ দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণের হার 6.35 শতাংশ হয়েছে (Delhi Daily Positivity Rate) ৷

আরও পড়ুন : Corona Update in India : সাড়ে তিন হাজার ছাড়াল করোনা সংক্রমণ, মৃত 27

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.