ETV Bharat / bharat

Goa: মঙ্গলে তৃণমূলে পা গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদারের

author img

By

Published : Sep 27, 2021, 5:10 PM IST

Goa: Former MGP MLA Lavu Mamlatdar joining join TMC on Tuesday
তৃণমূলে যাচ্ছেন প্রাক্তন এমজিপি বিধায়ক লাভু মামলাতদার

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন গোয়ার আর এক প্রাক্তন বিধায়ক ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (Maharashtrawadi Gomantak Party) প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদার (Lavu Mamlatdar) মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে যোগ দেবেন বলে জানিয়েছেন ৷

পানাজি, 27 সেপ্টেম্বর: গোয়ায় কি ধীরে ধীরে শক্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC) ? গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro) 40 বছরের রাজনৈতিক প্রতীক ছেড়ে বেরিয়ে এসেছেন ৷ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জোর খবর ৷ এরই মধ্যে গোয়ার আর এক প্রাক্তন বিধায়ক জানিয়ে দিলেন যে, তিনি তৃণমূল মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) দলে যোগ দিচ্ছেন ৷

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (Maharashtrawadi Gomantak Party) প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদার (Lavu Mamlatdar) সোমবার জানিয়েছেন যে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন ৷ 2022 সালের গোয়া বিধানসভা নির্বাচনে তিনি মাদকাইম থেকে লড়তে ইচ্ছুক ৷ এমজিপি প্রধান সুদিন ধাভালিকরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিধানসভা কেন্দ্র ৷

আরও পড়ুন: Luizinho Faleiro : আজই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ?

প্রাক্তন পুলিশ আধিকারিক লাভু মামলাতদার 2012 ও 2017 সালে পন্ডা বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি ছিলেন ৷ 1 সেপ্টেম্বর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চালাচালি করছিলেন বলে জানা গিয়েছে ৷ গত কয়েকদিনের আলোচনা ফলপ্রসূ হওয়ায় তিনি ঘাসফুলে যোগ দিতে সম্মত হয়েছেন ৷ মঙ্গলবার তিনি কলকাতায় এসে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেবেন বলে খবর ৷

আরও পড়ুন : Goa TMC : লক্ষ্য বাইশের বিধানসভা, গোয়ায় ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

মামলাতদার সাংবাদিকদের জানিয়েছেন, "2022 সালের বিধানসভা নির্বাচনে আমি মাদকাইম থেকে লড়াই করতে চাই ৷"

এ দিকে, আজই কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন গোয়ার প্রবীণ নেতা লুইজিনহো ফালেরিও ৷ তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা শোনা যায় তাঁর মুখে ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদিকে কঠিন লড়াই ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় মমতা ফর্মুলাই জয়লাভ করেছে ৷" তাঁর কথায়, "আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম ৷ তাঁরা বললেন, আমি 40 বছর ধরে কংগ্রেসম্যান ৷ কংগ্রেস পরিবারে কংগ্রেসম্যান হয়েই থাকব ৷ চারটে কংগ্রেসের মধ্যে একমাত্র মমতাই মোদিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রী মোদি বাংলায় 200টি জনসভা করেছেন ৷ অমিত শাহ 250টি সভা করেছেন ৷ সেখানে ইডি ও সিবিআইও রয়েছে ৷ তবু জিতেছে মমতা ফর্মুলাই ৷" তাঁর এই কথা এবং কংগ্রেস ত্যাগের পরই ফালেরিওর তৃণমূলে যোগদানের জল্পনা জোরালো হয়েছে ৷

আরও পড়ুন : Goa : বিজেপি শাসিত গোয়া তৃণমূলের পরবর্তী টার্গেট ! চিন্তিত নন মুখ্যমন্ত্রী প্রমোদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.