ETV Bharat / bharat

Monkeypox in Delhi: কেরালার পর মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ দিল্লিতে; আতঙ্কিত হবেন না, টুইট কেজরির

author img

By

Published : Jul 24, 2022, 1:02 PM IST

Updated : Jul 24, 2022, 6:32 PM IST

Delhi man with no travel history tests positive for monkeypox
Monkeypox

বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই, তা সত্ত্বেও দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন এক ব্যক্তি (Delhi man with no travel history tests positive for Monkeypox) ৷ তাঁর বয়স 34 বছর ৷ বর্তমানে তিনি দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (Monkeypox cases in India) ৷

নয়াদিল্লি, 24 জুলাই: কেরালার পর এ বার দিল্লি ৷ দেশে চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল রবিবার ৷ দিল্লিতে 34 বছর বয়সি এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৷

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই ৷ তিনি সম্প্রতি হিমাচল প্রদেশের মানালিতে কেবলমাত্র পুরুষদের জন্য আয়োজিত একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ তারপর তিন দিন আগে জ্বর ও শরীরে ব়্যাশ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন (Delhi man with no travel history tests positive for Monkeypox) ৷

শনিবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (এনআইভি) পাঠানো হয় ৷ এরপরই জানা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ৷ বর্তমানে তিনি দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন(Monkeypox in Delhi) ৷

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার টুইট করে ভয় পাওয়ার কিছু নেই বলে দিল্লিবাসীকে আশস্ত করেছেন ৷ তিনি লেখেন, "আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ আক্রান্ত ব্যক্তি এখন ঠিক আছেন এবং সুস্থতার পথে ৷ পরিস্থিতি এখনও হাতের মধ্যে আছে ৷ আমরা মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের জন্য লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে (এলএনজেপি) একটি পৃথক ওয়ার্ড করেছি । রোগটি যাতে ছড়িয়ে না পড়ে ও দিল্লিবাসীদের রক্ষা করতে আমাদের সেরা দল পরিস্থিতির দিকে নজর রাখছে ৷"

এর আগে কেরালায় তিনজন মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ৷ শনিবার মাঙ্কিপক্সকে 'বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা' বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ এখনও পর্যন্ত 75টি দেশে 16 হাজারেরও বেশি সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷

আরও পড়ুন: কেরলেই খোঁজ মিলল দেশের তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের

মধ্য এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় কয়েক দশক ধরে মাঙ্কিপক্সের অস্তিত্ব রয়েছে ৷ তবে চলতি বছর মে মাসের আগে পর্যন্ত বিশাল আকারে তা দেশের বাইরে ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যত্র মাঙ্কিপক্স মহামারি আকার ধারণ করেছে ৷ এর আগে সাম্প্রতিক অতীতে 2014 ইবোলা এবং 2016 জিকা ভাইরাসের ক্ষেত্রে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছিল 'হু' ।

মাঙ্কিপক্স গুটিবসন্তের মতোই এক ভাইরাস পরিবারের অন্তর্গত ৷ এ ক্ষেত্রে বেশিরভাগ রোগীই জ্বর, গা হাত পায়ে ব্যথাভাব এবং ক্লান্তি অনুভব করেন ৷ রোগের প্রভাব গুরুতর হলে রোগীর মুখে, হাতে ফুসকুড়ি এবং পরবর্তীক্ষেত্রে ক্ষত সৃষ্টি হতে পারে ৷ প্রায় পাঁচদিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত কষ্ট পেতে হয় রোগীদের । বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না ৷ দুই থেকে চার সপ্তাহের মধ্যেই রোগী সেরে ওঠেন ৷ দশজনের মধ্যে একজনের জন্যই মারাত্মক হতে পারে মাঙ্কিপক্স ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা, ঘোষণা হু-এর

Last Updated :Jul 24, 2022, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.