ETV Bharat / bharat

বুধ-সন্ধ্যাতেই ‘ইন্ডিয়া’র বৈঠকে অনড় কংগ্রেস ! শীর্ষনেতৃত্বর বদলে থাকবেন শরিক দলগুলির সংসদীয় নেতারা

author img

By PTI

Published : Dec 5, 2023, 4:08 PM IST

INDIA Block Meeting: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস ৷ আগামিকাল সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ওই বৈঠক হবে ৷ সেখানে জোট শরিকদের সংসদীয় দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কংগ্রেস ৷

INDIA Block Meeting
INDIA Block Meeting

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: পিছু হটেও পিছু হটল না কংগ্রেস ! অনেকটা সেই ছোটগল্পের সংজ্ঞার মতো - শেষ হয়েও হল না শেষ ৷ ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠক নিয়ে কিছুটা অবস্থান বদল করলেও দিন-তারিখ বদল করল না কংগ্রেস ৷ কংগ্রেসের সভাপতির দফতরের কোর্ডিনেটর ও ওয়ার্কিং কমিটির সদস্য গুরদীপ সিং সপ্পল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে যে আগামিকাল (6 ডিসেম্বর) সন্ধ্যা ছ’টায় বসতে চলেছে ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠক ৷

তবে এই বৈঠক হবে ‘ইন্ডিয়া’ জোটের সংসদীয় দলের নেতাদের নিয়ে ৷ গুরদীপ সিং সপ্পল বলেছেন, "কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে 6 ডিসেম্বর সন্ধ্যা 6টায় ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে ।"

উল্লেখ্য, গত রবিবার চার রাজ্যের বিধানসভা ভোটের গণনার সময় যখন স্পষ্ট হয়ে যায় যে হিন্দিবলয়ের তিনরাজ্যে কংগ্রেসের ভরাডুবি অনিবার্য, তখনই এই বৈঠকের ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের তরফে ৷ তবে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়ে দেন সোমবার ৷ মঙ্গলবার জানা যায় যে এম কে স্ট্যালিন (ডিএমকে), নীতীশ কুমার (জেডিইউ) ও অখিলেশ যাদবও (সমাজবাদী পার্টি) থাকতে পারবেন না ৷

সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তাঁর পারিবারিক অনুষ্ঠান আগে থেকেই ঠিক হয়ে রয়েছে ৷ অখিলেশের তরফে জানানো হয় যে এই বৈঠকে তাঁর যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ সূত্র মারফত জানা গিয়েছে যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার অসুস্থ ৷ তাই তিনি বৈঠকে থাকতে পারবেন না ৷ প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি থাকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন থাকতে পারবেন না বলে জানিয়েছেন ৷

তখনই প্রশ্ন উঠতে শুরু করে যে জোটের শরিকদের সঙ্গে আলোচনা না করে কংগ্রেস কীভাবে বৈঠক ডাকল ? বৈঠকে অনুপস্থিতির কথা বলে কি জোট শরিকরা কংগ্রেসের নেতৃত্বকে অস্বীকার করার বার্তা দিচ্ছে ? এই পরিস্থিতিতে মমতা-অখিলেশ-নীতীশের মতো নেতাদের অনুপস্থিতিতে কীভাবে এই জোটের বৈঠক সফল হবে ?

রাজনৈতিক মহলের মতে, মাসকয়েক পরে হতে চলা লোকসভা নির্বাচনের জন্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের প্রেক্ষিতে এই বৈঠকে যে বিভিন্ন দলের শীর্ষনেতাদের প্রয়োজন, এই বিষয়টি কংগ্রেস বিলক্ষণ জানে ৷ কিন্তু একবার বৈঠক ডেকে সেখান থেকে পিছু হটলে, সেটা শরিকদের কাছে মাথা ঝোঁকানোর সামিল হত ৷ সেই কারণেই সম্ভবত বৈঠকের দিন-তারিখ এক রেখে কিছুটা অবস্থান বদল করল কংগ্রেস ৷

তাই কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরে জোট শরিকদের শীর্ষনেতৃত্বদের নিয়ে বৈঠক করা হবে ৷ এমনটাই জানিয়েছেন গুরদীপ সিং সপ্পল ৷ তবে সেই বৈঠক কবে হবে, সেই বিষয়ে এখনও কিছু জানাননি তিনি ৷ কিন্তু সেখানেও কি দেখা যাবে ‘ইন্ডিয়া’ ব্লকের শরিকদের শীর্ষ নেতৃত্বদের? এটাই এখন দেখার ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. 'ভোট শতাংশ বিজেপির চেয়ে খুব কম নয়; তিন রাজ্যে ভরাডুবির পরেও আশাবাদী কংগ্রেস নেতৃত্ব
  2. 'কেউ কিছু জানায়নি', বুধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে নেই তৃণমূল; জানালেন মমতা
  3. কংগ্রেসের ভুল নীতিই তিন রাজ্যে বিজেপির জয়ের জন্য দায়ী, বললেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.