ETV Bharat / state

'কেউ কিছু জানায়নি', বুধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে নেই তৃণমূল; জানালেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:14 PM IST

Updated : Dec 4, 2023, 7:57 PM IST

Mamata Banerjee: বুধবার দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস ৷ তবে সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই বৈঠকের বিষয়ে কিছু জানেন না ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 4 ডিসেম্বর: আগামী 6 ডিসেম্বর 'ইন্ডিয়া' বৈঠক নিয়ে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি, তিনি কিছু জানেন না ৷ সোমবার এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দিনি বলেন, "আমাকে কেউ জানায়নি । কেউ কিছু বলেনি । ফোনও করেনি । আমার কাছে এখনও কোনও প্রোগ্রাম আসেনি । আমি জানি না কিছু । আমার অন্য প্রোগ্রাম রাখা আছে ওইদিন । আগে জনালে আমি প্রোগ্রাম রাখতাম না।" তৃণমূল কংগ্রেসের তরফে কেউ এই বৈঠকে থাকবেন না বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, রবিবার চার রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের মাঝেই কংগ্রেসের তরফে দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠক ডাকা হয় ।

পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর আগামী 6 তারিখ, বুধবার, দিল্লিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক বসতে চলেছে। বৈঠকটি ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । কিন্তু, সেই বৈঠকে এখনও পর্যন্ত তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি, অন্তত এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের । 'ইন্ডিয়া' জোটের যে 14 জনের কো-অর্ডিনেশন কমিটি রয়েছে তৃণমূলের তরফে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছেও আগামী বুধবারের বৈঠক নিয়ে কোনও আমন্ত্রণ আসেনি বলেই খবর ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা জানিয়েছেন। মমতার কথায়, "আমাকে তো বলেনি। আমাদের কাউকেই বলেনি। ফলে, এখনও যদি বলে তাহলে যাব কীভাবে?" আগামী 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে টানা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । ফলে, 6 তারিখে ইন্ডিয়া জোটের দিল্লির বৈঠকে তিনি যে থাকবেন তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী । বলেছেন, "এখন যদি বলে থাকব কী করে । আমার তো উত্তরবঙ্গে প্রোগ্রাম ঠিক আছে। আমি 6 তারিখ যাচ্ছি উত্তরবঙ্গে । 12 তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম আছে । আগে জানালে প্রোগ্রাম রাখতাম না ।" কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে না গেলে কি তৃণমূলের তরফে অন্য কেউ ওই বৈঠকে উপস্থিত থাকবেন ? এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন," আমাদের কারও কাছে কোনও তথ্য নেই । কেউ আমাদের এখনও বলেনি । ফলে, না জানলে যাবে কি করে। এখন জানালেও বা কী হবে।"

আরও পড়ুন:

  1. সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত, ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে মন্তব্য অভিষেকের
  2. তিন রাজ্যে ভরাডুবি কংগ্রেসের, 'ইন্ডিয়া'র বৈঠকের আগেই হাত শিবিরের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
  3. বাবরি ধ্বংসের দিনেই 'ইন্ডিয়া'র বৈঠকের ডাক কংগ্রেসের, জোটসঙ্গীদের ফোন খাড়গের
Last Updated : Dec 4, 2023, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.