ETV Bharat / state

কংগ্রেসের ভুল নীতিই তিন রাজ্যে বিজেপির জয়ের জন্য দায়ী, বললেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 4:44 PM IST

Mamata Banerjee: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বিজেপির কাছে পরাজয় হয়েছে কংগ্রেসের ৷ এরজন্য কংগ্রেসের ভুল নীতিকেই দায়ী করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 4 ডিসেম্বর: চার রাজ্যে বিধানসভা ভোটের ফল নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, এই জয় যতোটা না বিজেপির তার থেকে অনেক বেশি পরাজয় কংগ্রেসের ৷ সোমবার পশ্চিমাঞ্চল উন্নয়ন নিয়ে আলোচনায় বিধানসভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী । সেখানেই ভোটের প্রসঙ্গ টেনে আনেন মমতা । তিনি বলেন,"একটা নির্বাচনে জিতে অনেকে বড় বড় কথা বলছে । বাবুদের একটা ছিল । কংগ্রেস একটা জিতেছে দু'টো হারিয়েছে । আমি একটু রেজাল্টটা দেখছিলাম। নির্বাচনে কংগ্রেস পেয়েছে 39 শতাংশ এবং ওরা পেয়েছে 42 শতাংশ । এরমধ্যে 12 শতাংশ ভোট কেটেছে কংগ্রেস জোটের শরিকরা । আমরা বারবার বলেছিলাম আসন সমঝোতা প্রথমে করা হোক। সিট শেয়ারিং হলে এই সমস্যা হতো না। একটা পার্টি ছ'টা আসন চেয়েছে । তাদের অন্তত তিনটে আসন দিতে পারত, তাহলে অন্তত এই সমস্যা হতো না । আসন ভাগাভাগি না হওয়ার জন্য অন্তত 70টা আসনে জিতেছে বিজেপি।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপির এই জয় আসলে ভোট কাটাকাটির জয়। তাঁর কথায়, "এর মানে এই নয় যে দারুণ ফাটাফাটি রেজাল্ট হয়েছে । কিছু ছোট ছোট দলের ভুল নীতির জন্য এটা হয়েছে । শুধু শুধু প্রচার করলাম আর বিজ্ঞাপন দিলাম তাহলেই হয় না । রণকৌশলও দরকার । আদর্শের সঙ্গে নির্বাচনের কৌশল মেশাতে হবে । নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নিজেদের কাজ করতে হবে ।" তিনি আরও বলেন, "এই উদাহরণ থেকে শিক্ষা নেয়া উচিত । গোটা সেন্ট্রাল এজেন্সি ওদের হয়ে কাজ করে । তাতেই নাকি লাড্ডু বিলোচ্ছে । তাহলে দিল্লিকা লাড্ডু কী হবে ! আমি এখনও মনে করি আসন বণ্টন ঠিকমতো হলে বিজেপি সরকার 2024 এ কেন্দ্রে ক্ষমতায় আসবে না।"

রবিবার 4 রাজ্যে ভোটের ফলের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন বিধানসভায় এবার সাঁড়াশি অভিযান হবে। নাম না-করে দিন তার পালটা জবাব দিয়েছেন মমতা। তাঁর কটাক্ষ, সাঁড়াশি অভিযান নয় ঢ্যাঁড়শ অভিযান হবে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, "নির্বাচনটা কোথায় হল ! হলো তো এজেন্সি সিলেকশন, আর এজেন্সি পলিউশন। আর গোটা ইলেকশন সিস্টেম পলিউটেড করল । যারা জিতেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল । কিন্তু এই নির্বাচনে গণতন্ত্র কলঙ্কিত হয়েছে । এর জন্য আমার ধিক্কার থাকবে ।" মুখ্যমন্ত্রীর মতে, এই পরাজয় কংগ্রেসের, মানুষের নয় । 2024 সালে মানুষ সিদ্ধান্ত নেবে ।

আরও পড়ুন:

  1. রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণের পক্ষে ফের সওয়াল অভিষেকের
  2. লোকসভা ভোটের পর অভিষেক বিজেপিতে আসার জন্য তদবির করতে পারেন, দাবি সৌমিত্রর
  3. 'মোদির সমকক্ষ কেউ নেই তা ফের প্রমাণিত', 3 রাজ্যে জয়ের পর 24 নিয়েও আশাবাদী সুকান্ত-দিলীপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.