ETV Bharat / bharat

'ভোট শতাংশ বিজেপির চেয়ে খুব কম নয়; তিন রাজ্যে ভরাডুবির পরেও আশাবাদী কংগ্রেস নেতৃত্ব

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 9:34 PM IST

Cong sees a silver lining in poll defeat in 3 states: প্রকাশিত হয়ে গিয়েছে চার রাজ্যের বিধানসভা ভোটের ফল । আর সেই ফলে স্পষ্ট, তিন রাজ্যেই কার্যত ধরাশায়ী কংগ্রেস । তার একদিনের মাথায় কংগ্রেস সোমবার জানিয়েছে, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশের ভোটের ফল কার্যত পুনরুজ্জীবনের আশা জাগিয়েছে । কারণ হিসাবে কংগ্রেসের ব্যাখ্য়া, তিনটি রাজ্যেই তাদের প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে বিজেপির তুলনায় খুব কম নয়। প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর অমিত অগ্নিহোত্রী।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 4 নভেম্বর: রবিবার প্রকাশিত হয়েছে চার রাজ্যের বিধানসভা ভোটের ফল । আর সেই ফলে স্পষ্ট, তিন রাজ্যেই কার্যত ধরাশায়ী কংগ্রেস । অথচ একদিনের মাথায় সোমবার কংগ্রেস জানিয়েছে, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ভোটের ফল কার্যত পুনরুজ্জীবনের আশা জাগিয়েছে । কারণ হিসাবে কংগ্রেসের ব্যাখ্য়া, তিনটি রাজ্যেই তাদের প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে বিজেপির তুলনায় খুব কম নয়।

গুজরাতের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক বিএম সন্দীপ কুমার ইটিভি ভারতকে বলেন, “তিন রাজ্যের ভোটের ফলাফলে একটি বিষয় খুবই আকর্ষণীয়, তা হল আমাদের ভোট ভাগ বিজেপির কাছাকাছি । আমরা এই সমস্ত রাজ্যে প্রায় 40 শতাংশ ভোট পেয়েছি। তবে উভয় দলের জয়ী আসন সংখ্যার পার্থক্য বিশাল। কিন্তু এই পরিস্থিতি আমাদের পুনরুজ্জীবনের আশাই জোগাচ্ছে ।”

সন্দীপ কুমার আরও বলেন, “ভোট ভাগের পরিসংখ্যান অনুযায়ী কংগ্রেস বিজেপির থেকে খুব বেশি পিছিয়ে নেই। আসলে, আমরা খুব বেশি দূরত্বে নেই। ছত্তিশগড়ে, কংগ্রেসের 42.2 শতাংশের বিপরীতে বিজেপির ভোট শেয়ার 46.3 শতাংশ, মধ্যপ্রদেশে, কংগ্রেসের 40.4 শতাংশের বিপরীতে বিজেপির ভোট শেয়ার 48.6 শতাংশ এবং রাজস্থানে 39.5 শতাংশের বিপরীতে বিজেপির ভোট শেয়ার 41.7 শতাংশ ৷” ছত্তিশগড়ের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক চন্দন যাদব সম্মতি জানিয়েছেন যে, ফলাফলগুলি বিভিন্ন দিক থেকে বিস্ময়কর। তাঁর কথায়, "এটি একটি নতুন ধরনের বৈজ্ঞানিক ভোটগ্রহণ ঘটছে বলে মনে হচ্ছে । কারণ তিনটি হিন্দি বলয় রাজ্যের ফলাফলগুলি জনসাধারণের অনুভূতির সম্পূর্ণ বিপরীত ছিল । বিভিন্ন মাধ্যমে তা প্রতিফলিতও হয়েছিল ।"

এআইসিসির এক নেতা উল্লেখ করেছেন, ছত্তিশগড়ে, কংগ্রেসের 66 লক্ষের বিপরীতে বিজেপি প্রায় 72 লক্ষ ভোট পেয়েছে, রাজস্থানে বিজেপি কংগ্রেসের 1.56 কোটির বিপরীতে প্রায় 1.65 কোটি ভোট পেয়েছে এবং মধ্যপ্রদেশে বিজেপি 1.75 এর বিপরীতে 2.11 কোটি ভোট পেয়েছে। চন্দন যাদব বলেন, “এতে স্পষ্ট, আমরা তিনটি রাজ্যে বিজেপির কাছাকাছি রয়েছি যতটা ভোটের জরিপ বলছে। কিন্তু এই ডেটা আসন রূপান্তর শতাংশের সঙ্গে মেলে না ।” কুমার এবং যাদব উভয়ই উল্লেখ করেছেন যে সংখ্যাগুলি নেতা ও কর্মীদের সান্ত্বনা দেবে তবে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে দলের সংগঠন পুনর্গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া উচিৎ। তাঁর কথায়, "অবশ্যই, আমাদের সংগঠনটিকে পুনর্গঠন করতে হবে এবং তেলেঙ্গানায় যেমনটি ঘটেছে তেমনি আক্রমণাত্মক নেতাদের দায়িত্ব নিতে হবে ।"

আরও পড়ুন

  1. মিজোরামে সরকার গঠনের পথে জেডপিএম, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন লালডুহোমা
  2. 'নেতিবাচক ভাবমূর্তি ঝেড়ে ফেলুন, বুদ্ধিমত্তার পরিচয় দিন', অধিবেশনের আগে বিরোধীদের বার্তা মোদির
  3. মুখ্যমন্ত্রী হিসেবে রেভান্থ রেড্ডির শপথগ্রহণের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.