ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী হিসেবে রেভান্থ রেড্ডির শপথগ্রহণের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা !

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 10:40 AM IST

Updated : Dec 4, 2023, 5:11 PM IST

Revanth Reddy to be sworn in as CM: আজই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রেভান্থ রেড্ডি ৷ সকাল থেকে এমন খবর সামনে আসতে থাকলেও নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয় ৷ কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর অফিসিয়াল তাঁর নাম ঘোষণা হতে পারে ৷ হতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের চূড়ান্ত দিন ঘোষণা ৷

Revanth Reddy
রেভান্থ রেড্ডি

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: ভারত রাষ্ট্র সমিতির থেকে জয় ছিনিয়ে নিয়ে তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে হাত শিবির ৷ বাকি তিনটি রাজ্যে গেরুয়া পতাকা উড়লেও 64টি আসন পেয়ে এ রাজ্যে সরকার গড়তে প্রস্তুত কংগ্রেস ৷ প্রাথমিকভাবে সোমবার মুখ্যমন্ত্রী পদে অনুমুলা রেভান্থ রেড্ডির শপথগ্রহণের খবর সামনে এলেও এদিন তা হচ্ছে না ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ কংগ্রেসের একটি প্রতিনিধি দল রবিবার রাতে জয়ের পরপরই রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজানের সঙ্গে দেখা করে এবং সরকার গঠনের জন্য তাদের প্রস্তুতির কথা জানায় । সোমবার সকালে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে খবর।

দলীয় সূত্রে খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি ও কোদাঙ্গল কেন্দ্রে জয়ী রেভান্থ রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন । দলের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে । প্রাক্তন সিএলপি নেতা ভাট্টি বিক্রমকা এবং আরও অনেকে এই মুখ্যমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন । তবে রেভান্থ রেড্ডিকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রথম পছন্দ কংগ্রেস হাইকমান্ডের ৷

রবিবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ৷ সেখানে সিপিআই-সহ 65টি আসন জিতে কংগ্রেস সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে । রেভান্থ রেড্ডি অতীতে বেশ কয়েকটি অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে 9 ডিসেম্বর লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে একটি শপথ অনুষ্ঠান হবে । কিন্তু এতদিন অপেক্ষা না করে ফল ঘোষণার একদিন পর সোমবারই তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের তরফে ।

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, এআইসিসি রাজ্য বিষয়ক পর্যবেক্ষক দীপদাস মুন্সি, এআইসিসি ইনচার্জ মানিকরাও ঠাকরে, প্রদেশ কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডি, সাংসদ উত্তমকুমার রেড্ডি, প্রাক্তন সাংসদ মাল্লু রবি এবং অন্যরা রবিবার রাতে নির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন । তবে সমস্ত বিধায়কের পক্ষে রাতের মধ্যে শহরে পৌঁছনো সম্ভব হয়নি । তাই আজ সকাল সাড়ে ন'টায় পরিষদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত হয় ।

আরও পড়ুন:

  1. এবিভিপি'র ছায়ায় উত্থান, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রথম মুখ্যমন্ত্রী সম্ভবত সেই রেভান্ত রেড্ডিই
  2. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'
  3. তিন রাজ্যেই মোদি 'ফ্যাক্টর', তেলেঙ্গানায় এবার 'হাত'! দেখুন সরাসরি
Last Updated : Dec 4, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.