ETV Bharat / bharat

ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 5:10 PM IST

Updated : Dec 3, 2023, 11:02 PM IST

Mallikarjun Kharge on Congress performance in 4 assembly polls: সকাল থেকেই ফলের ট্রেন্ড দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল, তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যেই একক সংখ্য়াগড়িষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি ৷ বেলা গড়াতে যে চিত্রটা কার্যত স্পষ্ট হয়ে যায় ৷ এরপরই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শীর্ষ নেতাদের বক্তব্যও সামনে আসতে শুরু করে ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ছত্তিশগড়ের 90টি আসনের মধ্যে বিজেপি একাই 55টি আসন পেয়েছে ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে 166টি এবং রাজস্থানে 114টি আসন বিজেপি নিজেদের দখলে রেখেছে ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স 'হতাশাজনক' ৷ রবিবার বেলা গড়াতে ভোটের ফল সামনে আসতে এমনই বক্তব্য শোনা গেল কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের গলায় ৷ অন্যদিকে, তিন রাজ্যের ম্যান্ডেট মেনে নিয়েও আদর্শের লড়াই চলবে বলে জানালেন রাহুল গান্ধি ৷

একই সঙ্গে, কংগ্রেস সভাপতি যোগ করেছেন, এটি 'সাময়িক বিপত্তি', যেটা দল দ্রুত কাটিয়ে উঠতে পারবে ৷ চার রাজ্যের ভোটের ফলাফলের দিনই খাড়গে লোকসভা ভোটের বিষয়ও উসকে দিয়েছেন ৷ ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে খাড়গে জানিয়েছেন, ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে দল ৷ অন্যদিকে, এদিন টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, "আমরা বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ম্যান্ডেট মেনে নিচ্ছি ৷ তবে আদর্শের লড়াই চলবে। আমি তেলেঙ্গানার জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ৷ আমরা অবশ্যই তেলেঙ্গানায় করা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ।"

এদিন সকাল থেকেই ফলের ট্রেন্ড দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল, তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যেই একক সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি ৷ বেলা গড়াতে যে চিত্রটা কার্যত স্পষ্ট হয়ে যায় ৷ এরপরই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শীর্ষ নেতাদের বক্তব্যও সামনে আসতে শুরু করে ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ছত্তিশগড়ের 90টি আসনের মধ্যে বিজেপি একাই 55টি আসন পেয়েছে ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে 166টি এবং রাজস্থানে 114টি আসন বিজেপি নিজেদের দখলে রেখেছে ৷ তিন রাজ্যেরই পরিসংখ্যান বলছে, গত বিধানসভা নির্বাচনের তুলনায় দ্বিগুণ ভোট বাড়িয়ে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ আর তাতে কংগ্রেস যে বাস্তবিকই হতাশ, তা কংগ্রেস সর্বভারতীয় সভাপতির মন্তব্যেই স্পষ্ট ৷

এদিন মল্লিকার্জুন খাড়গে সোশাল মিডিয়ায় তেলেঙ্গানার জনগণকেও ধন্যবাদ জানান ৷ যেখানে কংগ্রেস বিআরএসকে ক্ষমতা থেকে সরিয়ে সরকার গঠন করতে চলেছে। এদিন খাড়গে লিখেছেন, "দল এই চারটি রাজ্যে অত্যন্ত ভালো প্রচার চালিয়েছিল ৷ লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীদের প্রচেষ্টাকেও দল মাথা পেতে স্বীকার করছে। আমি তেলেঙ্গানার জনগণকে ধন্যবাদ জানাই ৷ আমরা তাদের কাছ থেকে রাজ্যের ম্যান্ডেট পেয়েছি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে যারা আমাদের ভোট দিয়েছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই তিনটি রাজ্যে আমাদের পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশাজনক ছিল ৷ কিন্তু দৃঢ় সংকল্পের সঙ্গে আমরা এই তিনটি রাজ্যে নিজেদের পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করার জন্য নিশ্চিত করছি ৷"

কংগ্রেস সভাপতি জোরের সঙ্গে লিখেছেন, "আমরা সাময়িক বিপত্তি কাটিয়ে উঠব এবং ইন্ডিয়া দলগুলির সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নিজেদেরকে সম্পূর্ণরূপে নিজেদের প্রস্তুত করব ৷" 2024 সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস-সহ দেশের প্রায় 26টি বিজেপি বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) গঠন করেছে। (পিটিআই)

আরও পড়ুন

  1. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
  2. এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর
  3. বিজেপি ক্ষমতা দখল করলে রাজস্থানে কে হবেন মুখ্যমন্ত্রী ? চর্চায় 3 নাম
Last Updated :Dec 3, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.