ETV Bharat / bharat

তিন রাজ্যেই মোদি 'ফ্যাক্টর', তেলেঙ্গানায় এবার 'হাত'! দেখুন সরাসরি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 8:22 AM IST

Updated : Dec 3, 2023, 4:55 PM IST

Etv Bharat
Etv Bharat

Assembly Elections Results 2023: মধ্যপ্রদেশ-ছত্তিশগড়-রাজস্থান-তেলেঙ্গানায় ভোট গণনা চলছে ৷ গেরুয়া ঝড়ে কংগ্রেস প্রায় সাফ মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ৷ কিন্তু তেলেঙ্গানায় কেসিআর-এর বিআরএস দলকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস।

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: বেলা যত বাড়ছে ততই বদলাচ্ছে নির্বাচনের ফল ৷ চার রাজ্যের ভোটের চলছে গণনা ৷ উত্তেজনার পারদ চড়েছে দেশজুড়ে ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৷ চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপির জয়জয়কার ৷ কিন্তু তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর সঙ্গে পাল্লা ভারী কংগ্রেসের ৷

মধ্যপ্রদেশে ফের ফুটতে চলেছে পদ্ম। বুধনি আসন থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন। ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজস্থান হাতছাড়া হতে পারে কংগ্রেসের। তেলঙ্গানায় ক্ষমতাসীন বিআরএসকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর 2টি আসন থেকে লড়ছেন ৷ কানারেড্ডিতে তিনি পিছিয়ে রয়েছেন ৷ দুপুর দু'টোর পর দেখে নিন চাররাজ্যে কত আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আর কত আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ৷

  • রাজস্থানে 114 আসনে এগিয়ে বিজেপি, 71 আসনে এগিয়ে কংগ্রেস ৷
  • ছত্তিশগড়ে 55 আসনে এগিয়ে বিজেপি, 33 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস
  • তেলেঙ্গানায় বিআরএস 39 আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে 64 আসনে, বিজেপি 8টি'তে ৷
  • মধ্যপ্রদেশে বিজেপি 156, কংগ্রেস 72 আসনে এগিয়ে ৷

সবমিলিয়ে মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। এগিয়ে থাকার পরিসংখ্যানে কংগ্রেসের সঙ্গে তাদের প্রায় 100টি আসনের ব্যবধান। সরকার গঠনের জাদুসংখ্যাও অনেক আগেই ছুঁয়ে ফেলেছে শাসকদল (বিজেপি)। গেরুয়া ঝড়ে মরুরাজ্য রাজস্থানে ফুটতে চলেছে পদ্ম। ইতিমধ্যেই 'ম্যাজিক ফিগার' 101 পেরিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে আনন্দের উচ্ছাস বাঁধ ভেঙেছে। কারণ 2024-এর লোকসভা ভোটের কিছু আগেই রাজস্থান বিধানসভা নির্বাচনে এই জয় গেরুয়া ব্রিগেডের আত্মবিশ্বাসকে যে আরও বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।

  • মধ্যপ্রদেশের বিজেপির সাফল্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্য বিজেপির সভাপতি ভিডি শর্মা মিষ্টিমুখ করছেন ৷ একে-অপরকে আলিঙ্গনও করতে দেখা দিয়েছে তাঁদের ৷

আরও পড়ুন:

  1. মরু শহরে গেরুয়া ঝড়! দিকে দিকে বিজেপি কর্মীদের উল্লাস
  2. মধ্যপ্রদেশে বিজেপির তুখড় ব্যাটিং, ম্যাজিক দেখাল 'লাডলি বেহেনা'!
  3. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
Last Updated :Dec 3, 2023, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.