ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে বিজেপির তুখোড় ব্যাটিং, ম্যাজিক দেখাল 'লাডলি বেহেনা'!

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 12:56 PM IST

Updated : Dec 3, 2023, 2:33 PM IST

Madhya Pradesh Election Result 2023: মধ্যপ্রদেশে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে বিজেপি ৷ দুপুরের ফলাফল দেখে বোঝাই যাচ্ছে, মধ্যপ্রদেশে ফুটবে পদ্মফুল ৷ এই দুর্দান্ত সাফল্যের নেপথ্যে আসলে 'লাডলি বেহনা'র ম্যাজিক ৷

ETV Bharat
মধ্যপ্রদেশে জয়ের পথে বিজেপি

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনী গণনায় মধ্যপ্রদেশে অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন, মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপি-র ৷ চতুর্থবারের জন্য সরকার গড়তে পারে পদ্মশিবির ৷ আর মুখ্যমন্ত্রী হবেন শিবরাজ সিং চৌহান ৷ রবিবার সকাল 8টা থেকে মধ্যপ্রদেশ-সহ দেশের পাঁচটি রাজ্যের ভোটগণনা শুরু হয়েছে ৷ আর বেলা বাড়তেই রাজধানী ভোপালে বিজয় উৎসবের আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷

230 টি বিধানসভা কেন্দ্র বিশিষ্ট এই রাজ্যে ম্যাজিক ফিগার 116 ৷ এদিকে বিজেপি রাজ্যের 155টি আসনেই এগিয়ে রয়েছে ৷ আর কংগ্রেস 72টিতে ৷

  • #WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan along with party leaders Narendra Singh Tomar and Jyotiraditya Scindia observes election results as the counting of votes continues, in Bhopal

    As per ECI, the BJP is leading on 153 seats in MP. pic.twitter.com/frlpg9rpdv

    — ANI (@ANI) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমন কী হল যে তুমুল প্রচার সত্ত্বেও মধ্যপ্রদেশে কংগ্রেসের পরাজয়ের আশঙ্কাই জোরালো হয়ে উঠেছে? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিজেপির এই সাফল্যের নেপথ্যে রয়েছে মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিন সরকারের লাডলি বেহনা ৷ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জনগণের কাছে যে আবেদন জানিয়েছিলেন, তা মানুষের মনকে ছুঁয়ে গিয়েছে ৷ এই ট্রেন্ডটা তারই প্রমাণ ৷ আর ডবল ইঞ্জিন সরকার হওয়ায় কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিও ঠিকঠাক কার্যকর করা হয়েছে ৷ এই প্রকল্পগুলিও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির এই জয়ের জন্য মহিলাদের উন্নয়মূলক 'লাডলি বেহনা যোজনা'র উপর নির্ভর করেছেন ৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের দুঃস্থ ও যোগ্য মহিলাদের হাতে 1 হাজার 250 টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে কংগ্রেস একে নির্বাচনী এসওপি বলেই উল্লেখ করেছে ৷ ভোটের কয়েক মাস আগে এই প্রকল্পটি কার্যকর করা হয় ৷ বিজেপি নেতারা জানিয়েছেন, দলের উদ্দেশ্য মহিলাদের উন্নয়ন ৷

ভোটের একদিন আগে শিবরাজ সিং চৌহান একটি সংবাদসংস্থায় বলেন, "কাটনে কি টক্কর, লাডলি বেহনা সব কাঁটা দূর করে দিয়েছে ৷ মধ্যপ্রদেশের মেয়ে ও বোনেরা মিলে আমাদের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছে ৷" মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন ৷ আজ ফল ঘোষণার প্রথম দিকে তিনি বলেন, "আমি তো বলেছিলাম, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খুব ভালোভাবে জিতবে ৷ এবার সেটা হচ্ছে ৷ এই দারুণ ফলাফলের পুরো কৃতিত্ব লাডলি বেহনা প্রকল্পের ৷"

এর আগে 2018 সালের বিধানসভা নির্বাচনের পর মধ্যপ্রদেশে সরকার গড়েছিল কংগ্রেস ৷ তবে 18 মাস যেতে না-যেতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেয় ৷ ফলত কংগ্রেসের সরকার পড়ে যায় ৷ 2020 সালে মধ্যপ্রদেশে সরকার গড়ে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. মোদির ছবি দেওয়া সেলফি পয়েন্ট নিয়ে ইউজিসির নির্দেশে ক্ষুব্ধ বিরোধীরা
  2. লোকসভার আগে অ্যাসিড টেস্ট ! 4 রাজ্যের ফলের দিকে তাকিয়ে বিজেপি-কংগ্রেস
  3. বাবরি ধ্বংসের দিনেই 'ইন্ডিয়া'র বৈঠকের ডাক কংগ্রেসের, জোটসঙ্গীদের ফোন খাড়গের
Last Updated : Dec 3, 2023, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.