ETV Bharat / bharat

রাজস্থানে আস্থা ভোটে জয় গেহলত সরকারের

author img

By

Published : Aug 14, 2020, 4:41 PM IST

Updated : Aug 14, 2020, 11:03 PM IST

Ashok Gehlot
অশোক গেহলট

রাজস্থানের বিধানসভায় আস্থা ভোটে জয় অশোক গেহলতের নেতৃত্বাধীন সরকারের ৷

জয়পুর, 14 অগাস্ট : রাজস্থানের বিধানসভায় আস্থা ভোটে জয় অশোক গেহলতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ৷ দীর্ঘ একমাস ধরে চলা সংকটের পরিস্থিতি অবশেষে মিটল ৷ স্বস্তিতে কংগ্রেস শিবির ৷ শুধু স্বস্তিই নয়, এ এক আনন্দের মুহূর্তেও বটে কংগ্রেসের জন্য ৷

বিধানসভা থেকে বেরিয়ে সচিন পাইলট আস্থা ভোটের জয়ের কথা নিশ্চিত করেন ৷ বলেন, "বিরোধীদের বিভিন্ন চেষ্টার পরও আস্থা ভোটে সরকারের পক্ষে মত এসেছে ৷ রাজস্থানে কংগ্রেস সরকার নিয়ে যেসব জল্পনা শুরু হয়েছিল, সেই সবকিছুর অবসান হল আজ ৷ যেসব ইশুগুলি সামনে এসেছে, সেগুলি সমাধানের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে ৷ আমার বিশ্বাস, সেই রোডম্যাপ কী হবে, তা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ৷"

তিনি আরও বলেন, "আমি আগে সরকারের অংশ ছিলাম ৷ কিন্তু এখন আর নেই ৷ কে কোথায় বসছে, সেটা গুরুত্বপূর্ণ নয় ৷ গুরুত্বপূর্ণ হল, মানুষ কী চাইছে ৷"

  • Earlier, I was part of the govt but now I am not. It is not important where one sits, but what is in the hearts and minds of people. As far as the seating pattern is considered, it is decided by speaker & party & I don't want to comment on it: Sachin Pilot, Congress #Rajasthan pic.twitter.com/uK2Onwz3sr

    — ANI (@ANI) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজকের আস্থা ভোটে জয়ের পর আগামী ছয় মাস কংগ্রেস সরকারের বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনতে পারবে না বিরোধীরা ৷ আজ সকালে আস্থা ভোটের আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে বেশ খোশমেজাজেই দেখা যায় ৷ রাজস্থান বিধানসভা ভবনে প্রবেশের আগে তিনি বলেছিলেন, "রাজস্থানের সাধারণ মানুষের জয় হবে ৷ কংগ্রেস বিধায়কদের ঐক্যের জয় হবে ৷ সত্যের জয় হবে ৷ "

আস্থা ভোটের পর বিধানসভা থেকে বেরিয়ে BJP-র বিরুদ্ধে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করার অভিযোগ তুলে তিনি বলেন, "মধ্যপ্রদেশ, কর্নাটক, গোয়া, মণিপুর ও অরুণাচল প্রদেশে যেভাবে চক্রান্ত করেছে BJP, রাজস্থানেও সেই একই কাজ করার চেষ্টা করেছিল ৷ কিন্তু এবার তাদের আসল রূপ বেরিয়ে এসেছে ৷"

কিন্তু কয়েকদিন আগেও এতটা স্বস্তি ছিল না রাজস্থান কংগ্রেসের ৷ সচিন পাইলট বিদ্রোহ ঘোষণা করার পর অনেকেই মনে করেছিলেন, মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও একই পরিণতি হবে কংগ্রেসের ৷ 200 আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 101 জন বিধায়কের সমর্থন ৷ বিদ্রোহ চলাকালীন গেহলতের পক্ষে ছিলেন 102 জন বিধায়ক ৷ দলের টালমাটাল পরিস্থিতিতে সেই সংখ্যা একটু এদিক-ওদিক হলেই ধসে পড়ত সরকার ৷ এরপরই সব জল্পনার অবসান ঘটিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা আলোচনায় বসেন পাইলটের সঙ্গে ৷ মেলে সমাধানসূত্র ৷ ফের সমস্যা মিটিয়ে গেহলতের হাত ধরেন পাইলট ৷ গেহলটের মুখেও পুরানো সবকিছু ভুলে যাওয়ার কথা শোনা যায় ৷ সেদিন তিনি বলেছিলেন, "আপনে তো আপনে হোতে হ্যায় ৷" এরপরই আস্থা ভোট ছিল শুধুমাত্র নিয়মরক্ষার খেলা ৷ গেহলত-পাইলট মিলে যাওয়ায়, কংগ্রেসের তখন 125 বিধায়কের সমর্থন সুনিশ্চিত ৷ হলও তাই ৷ আজ বিধানসভায় সহজ জয় গেহলত-পাইলটের ৷

Last Updated :Aug 14, 2020, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.