পশ্চিমবঙ্গ

west bengal

গার্ডেনরিচ ঘটনাস্থলে এবার পরিদর্শন কলকাতা কর্পোরেশনের তদন্ত কমিটি - Garden Reach Building Collapse

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 11:02 PM IST

Garden Reach Building Collapse: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা 12 ৷ মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের তৈরি বিশেষ কমিটি সেখানে পৌঁছে পুঙ্খনাপুঙ্খ তদন্ত করল ৷ সেইসঙ্গে সদস্যদের তরফে জানিয়ে দেওয়া হল, ভেঙে পড়া অংশ ও তার আশপাশ নিরাপদ না, তাই সেখানে এখন যেন কেউ না যান ৷

Garden Reach Building Collapse
Garden Reach Building Collapse

কলকাতা, 26 মার্চ: চলতি মাসের 17 তারিখ মধ্যরাতে গার্ডেনরিচ এলাকার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ৷ ওই বাড়িটি পাশে থাকা কয়েকটি ঝুপড়ির উপরে হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ায় মৃত্যু হয় 12 জনের। আহত হন আরও একাধিক। ঘটনার পর লালবাজার তদন্ত শুরু করে। এবার কলকাতা কর্পোরেশনের তৈরি বিশেষ তদন্ত কমিটি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করল।

এদিন ধ্বংসস্তূপ পরিদর্শন করতে আজাহার মোল্লা বাগানে উপস্থিত হন কলকাতা পুলিশের ডিসি বন্দর, গার্ডেনরিচ থানার ওসি, ডিজি সিভিল, সিএমই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ডিজি ৷ এছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন, রাস্তা বিভাগের ডিজি, বিল্ডিং বিভাগের ডিজি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, মাটি এবং স্থাপত্যের 3 জন বিশেষজ্ঞ। কর্পোরেশন সূত্রে খবর, ঘটনাস্থল থেকে তদন্ত কমিটির সদস্যরা লোহা, কংক্রিটের মতো বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করেছেন।

ধ্বংসস্তূপের আশপাশের এলাকা খতিয়ে দেখেন তাঁরা। মাটি পরীক্ষার জন্য বোরিং স্পটও চিহ্নিত করেছেন এই কমিটির সদস্যরা। নিরাপত্তার বিষয়ক বেশ কিছু জিনিস তাঁরা পর্যবেক্ষণ করেন। তদন্ত কমিটি প্রাথমিক স্তরে কিছু পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ও সেই প্রাথমিক রিপোর্ট পৌর কমিশনার ধবল জৈনের কাছেও জমা করেছে। যেমন ক্ষতিগ্রস্থ স্থানে যাতে স্থানীয় বাসিন্দারা না-যাওয়া, আসা করেন সেই জন্য তাঁদের কাছে আবেদন করা হবে। কারণ ভেঙে পড়া অংশ ও তার আশপাশ নিরাপদ না। এই বিষয়ে প্রচার চালানো হবে।

বিম ধসে পড়ার কারণে পার্শ্ববর্তী ছোট টালির একাধিক ঘর ও সম্পত্তির ক্ষতির মূল্যায়ণ করার চেষ্টা করা হচ্ছে। এই কাজে বেশ কিছুটা সময় লাগবে। আগামিকাল, বুধবার জমির চরিত্র যাচাই করা হবে। এই দলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কংক্রিটের নমুনা সংগ্রহ করেছে। তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী 2 দিনের মধ্যে ফের ঘটনাস্থল পরিদর্শন করা হতে পারে।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ কাণ্ডে লালবাজারের চিঠিতে বিপাকে কলকাতা পৌরনিগম
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে তদন্তকারী হাতে নয়া তথ্য, নাম জুড়ল আরও এক প্রোমোটারের
  3. কেএমসি অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা করেনি গার্ডেনরিচ থানা, লালবাজারের নজরে ওসি

ABOUT THE AUTHOR

...view details