বর্ধমান, 30 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মিথ্যাবাদী চিটিংবাজ' বলে কটাক্ষ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। শুধু তাই নয়, সিএএ লাগু করার ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরে ভোট গণনা সংক্রান্ত বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দেন বিজেপি প্রার্থী অসীম সরকার-সহ অন্যান্যরা। সেই বৈঠক থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে গানের লাইনের মাধ্যমেও কটাক্ষও করেন বিজেপি প্রার্থী। এদিন অসীম সরকার গানের ছন্দে বলেন, "মোদিজি যেটা গ্যারান্টি দেন, সেটা তিনি করেন। তাই আমি গানের ছন্দে বলি, শোনো মমতাজ আন্টি, সিএ লাগু করা আমার মোদিজির গ্যারান্টি। সিএএ-তে পাঁচ কোটি উদবাস্তু পাবে নাগরিকত্বের শান্তি।" অসীম সরকার আরও বলেন, "একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেন মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম, চাঁদে গেছেন রাকেশ রোশন ! আর অনুব্রতকে জেল থেকে বীরের সম্মান দিয়ে আনতে হবে ! উনি জানেন না সিএএ-তে কী আছে, আর কী নেই ! কেন উনি সিএএ-র বিরোধিতা করে মুসলমান ভাইদের ক্ষেপিয়ে তুলেছিলেন ? ওদের দোষ নেই। ওদের লেলিয়ে দেওয়া হয়েছিল। এখন মুসলিম ভাইয়েরা শিক্ষিত হয়েছেন। তাই তারা জানেন তাদের কারও নাগরিকত্ব যাবে না। মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী, আমি বলব চিটিংবাজ মুখ্যমন্ত্রী। ক্ষমতা থাকলে আমার সামনে বসুন। মুখের উপরে বলব।"
একই সঙ্গে, বিজেপি প্রার্থী বলেন, "উনি বলছেন, সিএএ লাগু হতে দেবে না। সিএএ কি ওনার বাপের সম্পত্তি ? এটা কেন্দ্রীয় সরকারের আইন। উনি কোনও দিন পারবেন সি এ লাগু না হতে দিতে। উনি ভোটের রাজনীতি করেন।" বাম আমলের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া প্রসঙ্গে বলেন, "ওনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু মিথ্যে কথা শুনতে শুনতে আমার কানটা পচে গিয়েছে। আমি আগে কোনও দল করিনি। চেয়েছিলাম সিপিএমের অত্যাচার থেকে বাংলার মানুষকে বাঁচাতে। আজ বাংলার মানুষ ভোট দিয়েছিল বলে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন।"