পশ্চিমবঙ্গ

west bengal

বার্জের সঙ্গে ধাক্কায় মাঝগঙ্গায় উলটে গেল নৌকা, অল্পের জন্য প্রাণে বাঁচল 6 - Boat Overturned in Ganges

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 8:50 AM IST

Etv Bharat
Etv Bharat

Boat Overturned in Ganges: ছোট ডিঙি নৌকার মধ্যে যাত্রী ছিল 6 জন ৷ চলছিল মদ্যপান ৷ হঠাৎই বার্জের সঙ্গে ধাক্কা লেগে ওলটাল নৌকা ৷ কোনওরকমে মাঝিদের সাহায্যে প্রাণে বাঁচলেন সকলে ৷

উত্তরপাড়া, 24 এপ্রিল:মাঝগঙ্গায় উলটে গেল যাত্রী সমেত ডিঙি নৌকা ৷ যদিও কপাল জোরে প্রাণে বাঁচলেন মাঝি-সহ 6 যাত্রী ৷ মঙ্গলবার হুগলির উত্তরপাড়া মাঝগঙ্গায় ৷ পুলিশ আসার আগেই মাঝির সহয়তায় সকল যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ যাত্রীদের মধ্যে একজন মহিলাও ছিলেন ৷

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রিষড়া থেকে একটি ডিঙি নৌকা করে পর্যটকদের একটি দল গঙ্গায় বেড়াতে গিয়েছিলেন। একটি ছোট নৌকায় পাঁচজন ছিলেন । তাদের মধ্যে এক মহিলা-সহ 3 জন রিষড়া বিদ্যুৎ দফতরের কর্মী। যাত্রীদের মধ্যে কয়েকজন মদ্যপান করছিলেন। ঘুরতে ঘুরতে ছোট ডিঙি নৌকাটি উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝগঙ্গায় আসতেই বিপত্তি বাঁধে। নৌকাটি একটি বার্জে ধাক্কা মেরে তৎক্ষণাৎ উলটে যায়। মাঝি-সহ নৌকায় থাকা সকলেই গঙ্গার জলে পড়ে যান । ঘটনাটি স্থানীয় মাঝিদের চোখে পড়ে ৷ খেয়া ঘাট থেকে লঞ্চে করে মাঝিরা একে একে দড়ি ফেলে সকলকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে এসে উত্তরপাড়া থানার পুলিশ 6 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকায় থাকা 5 যাত্রী একে অপরের পরিচিত ৷ প্রত্যেকে নৌকাবিহারে বেরিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। সবাইকে উদ্ধার করা হয়েছে। সকলেই ভালো আছেন। যদিও এতজন মিলে একটি ছোট নৌকায় কোনও সুরক্ষা ছাড়া মাঝগঙ্গায় চলে আসা বিপজ্জনক। তার উপর নৌকায় মদ্যপান সম্পূর্ণ বেআইনি । ফলত ঘটনায় পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

উদ্ধার হওয়া এক যাত্রী প্রদীপ চক্রবর্তী বলেন, "আমরা ঘুরতে বেরিয়েছিলাম। নৌকায় মদ্যপান করছিলাম। হঠাৎ কী হল ওরা বলছিল আস্তে আস্তে তারপর নৌকাটা পালটি হয়ে গেল।" তাঁর কথার রেশ টেনেই বিদ্যুৎ দফতরের কর্মী দেবাঞ্জন ব্যান্দ্যোপাধ্যা বলেন, "সাড়ে চারটে-পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে ছিলাম রিষড়া থেকে। প্রত্যেকেই বন্ধু আমরা। হঠাৎ একটি বার্জের ধাক্কা লেগে নৌকাটি উলটে গেল । ডিঙি নৌকায় গঙ্গাবিহারে বিপদ হতে পারে এটা জানা ছিল না। বেঁচে ফিরতে পারব আশা করিনি।"

আরও পড়ুন:

  1. চড়ুইভাতি থেকে ফেরার পথে রূপনারায়ণে ডুবল নৌকা, মৃত 1 ; নিখোঁজ 4
  2. কেরলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গ্রেফতার আত্মগোপন করে থাকা মাঝি

ABOUT THE AUTHOR

...view details