ETV Bharat / state

চড়ুইভাতি থেকে ফেরার পথে রূপনারায়ণে ডুবল নৌকা, মৃত 1 ; নিখোঁজ 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 11:06 AM IST

Updated : Feb 9, 2024, 12:30 PM IST

Boat Capsize at Rupnarayan River: 18 জন যাত্রীকে নিয়ে ফেরার পথে রূপনারায়ণে উলটে গেল নৌকা ৷ 1 জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ 4 জন এখনও নিখোঁজ ৷ জারি রয়েছে উদ্ধার কাজ ৷

Etv Bharat
রূপনারায়ণে নৌকাডুবি
রূপনারায়ণে নৌকাডুবির ঘটনা

হাওড়া, 9 ফেব্রুয়ারি: রূপনারায়ণ নদে এখনও চলছে উদ্ধার কাজ ৷ বৃহস্পতিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা 5 জনের মধ্যে শুক্রবার সকালে একজনের দেহ উদ্ধার করল জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগ ৷ এখনও নিখোঁজ রয়েছেন 4 জন ৷ পিকনিক করার পর নৌকায় চেপে ফিরছিলেন 18 জন যাত্রী ৷ হঠাৎই সেই সময় নৌকায় জল ঢুকতে শুরু করে ৷ তাতেই কাত হয়ে গিয়ে উলটে যায় নৌকাটি ৷ যার ফলে 18 জন যাত্রীই নদীতে পড়ে যান ৷ এর মধ্যে থেকে 13 জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয়ে যায় 5 জন ৷

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার দুধকোমরা ও হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়া 5 জনের মধ্যে রয়েছেন এক বৃদ্ধা, দুই বৃদ্ধ, এক কিশোর ও শিশু । নিখোঁজ ব্যক্তিদের নাম অচ্যুত সাহা, অমর ঘোষ, সঙ্গীতা ঘোষ, ঋষভ পাল (7) ও প্রীতম মান্না (17) । এর মধ্যে প্রীতম মানকুরের বাসিন্দা, বাকি চারজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান এলাকায় ।এদের মধ্যে শুক্রবার সকালে সঙ্গীতা ঘোষের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমার ত্রিবেণী পার্কে 18 জনের একটি দল চড়ুইভাতি করতে যায় । দু'বারে নৌকাতে 18 জনকে ওপারে নিয়ে যায় । চড়ুইভাতি শেষে ওই 18 জন একটি নৌকাতেই ফিরছিলেন । আর তাতেই ঘটে এই বিপত্তি । দাসপুর থানার দুধকোমরা ও হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে ফেরার পথে রূপনারায়ণ নদে উলটে যায় নৌকা ৷ মূলত, নৌকার বহন ক্ষমতার চেয়ে যাত্রীসংখ্যা বেশি হওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রশাসনের অনুমান ৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নৌকার ভিতরে কোনও কারণে জল ঢুকতে শুরু করায় তাতেই নৌকাটি কাত হয়ে ডুবতে থাকে । এতেই যাত্রীরা নৌকা থেকে নদীতে পড়ে যান ।

এদের মধ্যে উদ্ধার হওয়া যাত্রীরা জানান, নৌকাটির খোলের ভিতর জল ঢুকছিল ৷ তাঁরা জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও মাঝি তাতে কর্ণপাত করেননি । এদিকে নৌকাডুবির খবর পেয়ে তড়িঘড়ি 13 জনকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন হাওড়ার জেলাশাসক ডা: পি দিপাপপ্রিয়া, গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙলিয়া-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ।

বেলগাছিয়ার নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টের পর থেকে নৌকায় থাকা পরিবারের সদস্যদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি । যদিও সন্ধ্যার পর তাঁরা জানতে পারেন রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনা । গোটা ঘটনাতে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা । নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । জোয়ার ভাটার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন :

  1. মোদিরাজ্যে নৌকাডুবিতে মৃত 12 শিশু, আয়োজকদের দায়ী করল সরকার; গ্রেফতার 2
  2. গেটওয়ে অফ ইন্ডিয়ায় কুয়েতের নৌকা, তিন সন্দেহভাজনকে আটক পুলিশের
  3. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3

রূপনারায়ণে নৌকাডুবির ঘটনা

হাওড়া, 9 ফেব্রুয়ারি: রূপনারায়ণ নদে এখনও চলছে উদ্ধার কাজ ৷ বৃহস্পতিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা 5 জনের মধ্যে শুক্রবার সকালে একজনের দেহ উদ্ধার করল জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগ ৷ এখনও নিখোঁজ রয়েছেন 4 জন ৷ পিকনিক করার পর নৌকায় চেপে ফিরছিলেন 18 জন যাত্রী ৷ হঠাৎই সেই সময় নৌকায় জল ঢুকতে শুরু করে ৷ তাতেই কাত হয়ে গিয়ে উলটে যায় নৌকাটি ৷ যার ফলে 18 জন যাত্রীই নদীতে পড়ে যান ৷ এর মধ্যে থেকে 13 জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয়ে যায় 5 জন ৷

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার দুধকোমরা ও হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়া 5 জনের মধ্যে রয়েছেন এক বৃদ্ধা, দুই বৃদ্ধ, এক কিশোর ও শিশু । নিখোঁজ ব্যক্তিদের নাম অচ্যুত সাহা, অমর ঘোষ, সঙ্গীতা ঘোষ, ঋষভ পাল (7) ও প্রীতম মান্না (17) । এর মধ্যে প্রীতম মানকুরের বাসিন্দা, বাকি চারজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান এলাকায় ।এদের মধ্যে শুক্রবার সকালে সঙ্গীতা ঘোষের মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমার ত্রিবেণী পার্কে 18 জনের একটি দল চড়ুইভাতি করতে যায় । দু'বারে নৌকাতে 18 জনকে ওপারে নিয়ে যায় । চড়ুইভাতি শেষে ওই 18 জন একটি নৌকাতেই ফিরছিলেন । আর তাতেই ঘটে এই বিপত্তি । দাসপুর থানার দুধকোমরা ও হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে ফেরার পথে রূপনারায়ণ নদে উলটে যায় নৌকা ৷ মূলত, নৌকার বহন ক্ষমতার চেয়ে যাত্রীসংখ্যা বেশি হওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রশাসনের অনুমান ৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নৌকার ভিতরে কোনও কারণে জল ঢুকতে শুরু করায় তাতেই নৌকাটি কাত হয়ে ডুবতে থাকে । এতেই যাত্রীরা নৌকা থেকে নদীতে পড়ে যান ।

এদের মধ্যে উদ্ধার হওয়া যাত্রীরা জানান, নৌকাটির খোলের ভিতর জল ঢুকছিল ৷ তাঁরা জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও মাঝি তাতে কর্ণপাত করেননি । এদিকে নৌকাডুবির খবর পেয়ে তড়িঘড়ি 13 জনকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন হাওড়ার জেলাশাসক ডা: পি দিপাপপ্রিয়া, গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙলিয়া-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ।

বেলগাছিয়ার নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টের পর থেকে নৌকায় থাকা পরিবারের সদস্যদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি । যদিও সন্ধ্যার পর তাঁরা জানতে পারেন রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনা । গোটা ঘটনাতে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা । নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । জোয়ার ভাটার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন :

  1. মোদিরাজ্যে নৌকাডুবিতে মৃত 12 শিশু, আয়োজকদের দায়ী করল সরকার; গ্রেফতার 2
  2. গেটওয়ে অফ ইন্ডিয়ায় কুয়েতের নৌকা, তিন সন্দেহভাজনকে আটক পুলিশের
  3. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3
Last Updated : Feb 9, 2024, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.