ETV Bharat / state

বিশ্ববাংলা লোগো লাগানো সরকারি ত্রাণের ত্রিপল বিকোচ্ছে কালোবাজারে, আটক 1 - Triple in Malda Black Market

Scheme of Mamata Banerjee Govt: বিশ্ববাংলা লোগো দেওয়া সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে হাটে ৷ কালোবাজারি বুঝতে পেরে রুখে দাঁড়ান এলাকার বেশ কিছু মানুষ ৷ এক অভিযুক্ত আটক ৷ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুরে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 10:57 PM IST

Scheme of Mamata Banerjee Govt
সরকারি ত্রাণের ত্রিপল বিকোচ্ছে কালোবাজারে (ইটিভি ভারত)

মালদা, 18 মে: জ্বলজ্বল করছে বিশ্ববাংলার লোগো ৷ লেখা রয়েছে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের নামও ৷ সেই লোগো থাকা সরকারি ত্রাণের ত্রিপল দেদার বিক্রি হচ্ছে খোলা হাটে ৷ একটি বা দুটি নয়, এমন কয়েকশো সরকারি ত্রিপলের সন্ধান মিলেছে মানিকচকের মথুরাপুরের শনিবারি হাটে ৷ যদিও স্থানীয় বিডিও জানান, 39টি ত্রিপল বাজেয়াপ্ত হয়েছে। দাম 700 থেকে 800 টাকা ৷ দেখেই রুখে দাঁড়িয়েছেন হাটে আসা ক্রেতারা ৷ দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সরকারি ত্রিপল ৷ পুলিশের হাতে আটক অভিযুক্ত কারবারি ৷

স্থানীয় বাসিন্দা বাপি সরকার বলেন, "হাটে এসেই দেখি, সরকারি ত্রাণের ত্রিপল চড়া দামে বিক্রি হচ্ছে ৷ বিক্রেতাদের জিজ্ঞেস করি, ত্রিপল কোথা থেকে পেয়েছেন ৷ তাঁরা শুধু বলছেন, উপর থেকে পেয়েছেন ৷ কিন্তু উপরটা কে? সেটাই আমরা জানতে চাই ৷ এই সরকারটা কোথায় এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারছি! আমি বিডিও-আইসির কাছে সঠিক তদন্তের দাবি করছি ৷ বিক্রেতারা কেউ বলছেন, মানিকচক থেকে ত্রিপল পেয়েছেন, কেউ বলছেন কালিয়াচক থেকে ৷ সঠিকভাবে কেউ কিছু বলছেন না ৷ আমাদের তাড়ায় দোকানদাররা সব পালিয়েছেন ৷ এর সঙ্গে সরকারি লোকজন জড়িত বলে আমাদের অনুমান ৷"

সরকারি ত্রিপল বিক্রি করতে এসে মানুষের হাতে ধরা পড়ে যাওয়া কালিয়াচকের বাসিন্দা সিরাজের বক্তব্য, "লোক আমাদের এই ত্রিপল দিয়ে যায় ৷ দু’একটা পাই ৷ আমার কাছে একটা ত্রিপল ছিল ৷ কোনও পঞ্চায়েত সদস্য কিংবা প্রধান আমাকে ত্রিপল দেয় না ৷ এত ত্রিপল কোথা থেকে হাটে এল বলতে পারব না ৷" মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী জানিয়েছেন, মথুরাপুর হাট থেকে এদিন 39টি সরকারি লোগো লাগানো ত্রাণের ত্রিপল আটক করা হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ ৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, মথুরাপুরের শনিবারের হাট জেলার মধ্যে অন্যতম ৷ বিকেলের দিকে হঠাৎ হাটে উপস্থিত মানুষজনের চোখে পড়ে, একাধিক দোকানে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল ৷ এতেই খেপে ওঠেন হাটে আসা মানুষজনের একাংশ ৷ শোনা যায়, হাট থেকে খানিকটা দূরে একটি পিকআপ ভ্যান ভর্তি সরকারি ত্রাণের ত্রিপল বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল ৷ স্থানীয়দের একাংশ ঘটনায় ক্ষেপে গিয়েছে খবর পেয়ে ভ্যান নিয়ে পালান অভিযুক্তরা ৷ এই ঘটনায় শুধু জনপ্রতিনিধি নয়, আঙুল উঠেছে প্রশাসনিক আধিকারিকদের দিকেও ৷

আরও পড়ুন

ফলক বসেও মেলেনি রাস্তা, ভোট বয়কটের ডাক ‘প্রতিশ্রুতি’তে অতিষ্ঠ গ্রামবাসীরা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, সালারে জখম এক পুলিশকর্মী

ধূপগুড়িতে জারি 144 ধারা, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত 3 পুলিশকর্মী

মালদা, 18 মে: জ্বলজ্বল করছে বিশ্ববাংলার লোগো ৷ লেখা রয়েছে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের নামও ৷ সেই লোগো থাকা সরকারি ত্রাণের ত্রিপল দেদার বিক্রি হচ্ছে খোলা হাটে ৷ একটি বা দুটি নয়, এমন কয়েকশো সরকারি ত্রিপলের সন্ধান মিলেছে মানিকচকের মথুরাপুরের শনিবারি হাটে ৷ যদিও স্থানীয় বিডিও জানান, 39টি ত্রিপল বাজেয়াপ্ত হয়েছে। দাম 700 থেকে 800 টাকা ৷ দেখেই রুখে দাঁড়িয়েছেন হাটে আসা ক্রেতারা ৷ দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সরকারি ত্রিপল ৷ পুলিশের হাতে আটক অভিযুক্ত কারবারি ৷

স্থানীয় বাসিন্দা বাপি সরকার বলেন, "হাটে এসেই দেখি, সরকারি ত্রাণের ত্রিপল চড়া দামে বিক্রি হচ্ছে ৷ বিক্রেতাদের জিজ্ঞেস করি, ত্রিপল কোথা থেকে পেয়েছেন ৷ তাঁরা শুধু বলছেন, উপর থেকে পেয়েছেন ৷ কিন্তু উপরটা কে? সেটাই আমরা জানতে চাই ৷ এই সরকারটা কোথায় এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারছি! আমি বিডিও-আইসির কাছে সঠিক তদন্তের দাবি করছি ৷ বিক্রেতারা কেউ বলছেন, মানিকচক থেকে ত্রিপল পেয়েছেন, কেউ বলছেন কালিয়াচক থেকে ৷ সঠিকভাবে কেউ কিছু বলছেন না ৷ আমাদের তাড়ায় দোকানদাররা সব পালিয়েছেন ৷ এর সঙ্গে সরকারি লোকজন জড়িত বলে আমাদের অনুমান ৷"

সরকারি ত্রিপল বিক্রি করতে এসে মানুষের হাতে ধরা পড়ে যাওয়া কালিয়াচকের বাসিন্দা সিরাজের বক্তব্য, "লোক আমাদের এই ত্রিপল দিয়ে যায় ৷ দু’একটা পাই ৷ আমার কাছে একটা ত্রিপল ছিল ৷ কোনও পঞ্চায়েত সদস্য কিংবা প্রধান আমাকে ত্রিপল দেয় না ৷ এত ত্রিপল কোথা থেকে হাটে এল বলতে পারব না ৷" মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী জানিয়েছেন, মথুরাপুর হাট থেকে এদিন 39টি সরকারি লোগো লাগানো ত্রাণের ত্রিপল আটক করা হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ ৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, মথুরাপুরের শনিবারের হাট জেলার মধ্যে অন্যতম ৷ বিকেলের দিকে হঠাৎ হাটে উপস্থিত মানুষজনের চোখে পড়ে, একাধিক দোকানে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল ৷ এতেই খেপে ওঠেন হাটে আসা মানুষজনের একাংশ ৷ শোনা যায়, হাট থেকে খানিকটা দূরে একটি পিকআপ ভ্যান ভর্তি সরকারি ত্রাণের ত্রিপল বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল ৷ স্থানীয়দের একাংশ ঘটনায় ক্ষেপে গিয়েছে খবর পেয়ে ভ্যান নিয়ে পালান অভিযুক্তরা ৷ এই ঘটনায় শুধু জনপ্রতিনিধি নয়, আঙুল উঠেছে প্রশাসনিক আধিকারিকদের দিকেও ৷

আরও পড়ুন

ফলক বসেও মেলেনি রাস্তা, ভোট বয়কটের ডাক ‘প্রতিশ্রুতি’তে অতিষ্ঠ গ্রামবাসীরা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, সালারে জখম এক পুলিশকর্মী

ধূপগুড়িতে জারি 144 ধারা, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত 3 পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.