পশ্চিমবঙ্গ

west bengal

পণ্যের প্রচারে ব্যর্থ ফেরিওয়ালা, দত্তপুকুরে একাধিক বুথে খারাপ ফল নিয়ে মন্তব্য রথীন ঘোষের

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:55 PM IST

Rathin Ghosh on Defeat in Many Booths in Dattapukur: গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দত্তপুকুর এলাকার একাধিক বুথে তৃণমূলকে হারতে হয়েছে ৷ আর তাই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বেজায় চিন্তিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ যা আজ বারাসত 1 নম্বর ব্লকের দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মিসভায় তুলে ধরলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷

ETV BHARAT
ETV BHARAT

দত্তপুকুরে একাধিক বুথ নেতৃত্বকে নিশানা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের

দত্তপুকুর, 19 ফেব্রুয়ারি: গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বারাসত 1 নম্বর ব্লকের দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে তৃণমূলকে হারতে হয়েছে ৷ আবার পঞ্চায়েত নির্বাচনে সেই বুথগুলিতেই জয় পেয়েছে শাসকদল ৷ এই বিষয়টি শীর্ষ নেতৃত্বের নজর যে এড়ায়নি, তা আজ স্পষ্ট করে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ কিন্তু, কেন এমনটা হচ্ছে ? তারও ব্যাখ্যা দিলেন তিনি ৷ সঙ্গে ইঙ্গিত দিলেন, প্রয়োজনে ফেরিওয়ালার বদল হবে ৷ অর্থাৎ, রাজ্য সরকারের উন্নয়নকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে না পারলে প্রয়োজনে বুথের নেতৃত্বে বদল করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

লোকসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে কর্মিসভা করছেন সংশ্লিষ্ট এলাকার বিধায়করা ৷ সোমবার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কর্মিসভায় তিনি বলেন, "একটা বুথে আমরা লোকসভা আর বিধানসভা ভোটে হারছি ৷ কিন্তু, পঞ্চায়েত ভোটে সেখান থেকে জিতছি ৷ এটা কেন হবে ? একই তো জিনিস ৷ এর কারণ, ফেরিওয়ালা মানুষের কাছে প্রোডাক্ট তুলে ধরতে পারছেন না ৷ ফেরিওয়ালা কে ? আপনারা, আমাদের বুথের নেতা ও কর্মীরা ৷ আর প্রোডাক্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর উন্নয়নকে আপনাদের মতো ফেরিওয়ালারা ঠিক মতো মানুষের কাছে তুলে ধরতে পারছেন না ৷"

কোথায় ঘাটতি থাকছে ? তাও এ দিন উল্লেখ করেছেন রথীন ঘোষ ৷ তিনি বলেন, "একই প্রোডাক্ট, একটা বুথে মানুষ ভালোভাবে গ্রহণ করছে ৷ আর অন্য বুথে মানুষ সেটাকে গ্রহণ করছে না ৷ কেন এটা হচ্ছ ? কারণ আপনারা যাঁরা ফেরিওয়ালা, তাঁরা উন্নয়নমূলক প্রকল্পগুলিকে মানুষের দরজায় পৌঁছে দিতে ৷" মঞ্চ থেকে এই কথাগুলি বললেও, সেখানে বুথ স্তরে নেতৃত্বে বদল নিয়ে সরাসরি কোনও কথা বলেননি তিনি ৷

রথীন ঘোষ জানিয়েছেন, প্রতি বুথ থেকে মূল সংগঠনের দু’জন এবং মহিলা ও যুব তৃণমূলের (40 বছরের নিচে) একজন করে নেতা, অর্থাৎ মোট 4 জনের নাম শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাতে হবে ৷ এই চারজনের মধ্যেই কয়েকজনকে আসন্ন লোকসভা নির্বাচনে বুথ ভিত্তিক প্রচারে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি ৷ পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেন, প্রোডাক্ট অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর উন্নয়নে কোনও সমস্যা নেই ৷ সমস্যা সেই সব উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ৷ তাই প্রয়োজন পড়লে 'ফেরিওয়ালা' বদল করতে হবে ৷

আরও পড়ুন:

  1. পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল
  2. ভার্চুয়াল বৈঠকে সন্দেশখালি এড়িয়ে চোপড়া নিয়ে সরব অভিষেক
  3. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details