ETV Bharat / politics

পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:21 AM IST

Lok Sabha Elections 2024: শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ এবার লোকসভা নির্বাচনে বাইরের তিন রাজ্যেও প্রার্থী দেবে তৃণমূল ৷ যার মধ্যে মেঘালয় ও অসম থাকছে ৷ সেই সঙ্গে উত্তরপ্রদেশেও নাকি প্রার্থী দিতে চলেছে রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের একটি সূত্রের তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 19 ফেব্রুয়ারি: সর্বভারতীয় দলের তকমা অনেক আগেই হারিয়েছে তৃণমূল ৷ তবুও, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে রাজ্যের শাসকদল ৷ তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের 42 আসনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি তৃণমূল মেঘালয়, অসম ও উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে ৷ অসমে কংগ্রেসে ভাঙন জারি রয়েছে ৷ একের পর এক কংগ্রেস নেতা ও বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ ফলে অসমে কংগ্রেস ক্রমশ দূর্বল হচ্ছে ৷

এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সেই শূন্যস্থান নিতে চাইছে ৷ কাজেই এবার লোকসভা নির্বাচনে অসমের 14টির মধ্যে দু’টি আসনে প্রার্থী দিতে পারে রাজ্যের শাসকদল ৷ এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী সুস্মিতা দেব জানিয়েছেন, "আমরা লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়েছি ৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না ৷"

একইসঙ্গে মেঘালয়ে এই মুহূর্তে তৃণমূল নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে দাবি করছে ৷ সেক্ষেত্রে এই রাজ্যেও লোকসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ এই দুই রাজ্যের বাইরে আরও একটি রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল 'ইন্ডিয়া' জোটের অন্যতম সঙ্গী সমাজবাদী পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়তে পারে ৷ এক্ষেত্রে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশ ত্রিপাঠি তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে ওই আসনে ৷

ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাইরের তিন রাজ্যেও প্রচারের জন্য ঝাঁপাতে পারে তৃণমূল ৷ এখন দেখার লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের বাইরে কোনও রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যান কি না ৷

যতদূর জানা যাচ্ছে, আপাতত কৃষক আন্দোলনের জন্য এই মুহূর্তে পঞ্জাব সফর স্থগিত হলেও, লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারেন ৷ এমনকি পঞ্জাবের আঞ্চলিক দলগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে পারেন বলে সূত্রের খবর ৷ তবে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর জেলা সফর চলবে ৷ বীরভূমের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী গন্তব্য পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ৷ সাম্প্রতিক অতীতে মাধ্যমিক পরীক্ষার জন্য এই তিন জেলা সফর তিনি স্থগিত রেখেছিলেন ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটে দল প্রার্থী করলে নিজের পরিচিতিতেই জিতবেন, আশাবাদী তৃণমূলের মৌসম
  2. রাজ্যে আধার কার্ড বাতিল করছে কেন্দ্র! অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
  3. ভার্চুয়াল বৈঠকে সন্দেশখালি এড়িয়ে চোপড়া নিয়ে সরব অভিষেক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.