পশ্চিমবঙ্গ

west bengal

সিএএ কার্যকর হওয়ায় মাংস ভাত খাওয়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 7:03 PM IST

Updated : Mar 12, 2024, 7:36 PM IST

Asim Sarkar on CAA Notification: সোমবার সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই আনন্দে মানুষকে মাংস ভাত খাওয়ালেন হরিণঘাটার বিধায়ক বিজেপির অসীম সরকার ৷ পাশাপাশি সমালোচনাও করলেন তৃণমূল কংগ্রেসের ৷

Asim Sarkar on CAA Notification
Asim Sarkar on CAA Notification

সিএএ কার্যকর হওয়ায় মাংস ভাত খাওয়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার

নদিয়া, 12 মার্চ: সিএএ কার্যকর হওয়ায় মানুষকে মাংস ভাত খাওয়ালেন হরিণঘাটার বিধায়ক বিজেপির অসীম সরকার । এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনাও করেন তিনি৷ বলেন, ‘‘যারা তৃণমূলের দালাল, পা চাটা, চটি চাটা, তারাই বলছে সিএএ চালু হওয়ার ফলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘কিন্তু এটা তা নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন ।’’

উল্লেখ্য, মতুয়া সম্প্রদায়ের সকল মানুষকে সঙ্গে নিয়ে ডঙ্কা বাজালেন তিনি । আবির খেলে ডঙ্কার তালেও নাচেন । এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম সরকার বলেন, ‘‘আমি এর আগেও একাধিক বার বলেছিলাম এবং মতুয়ারা লড়াই করেছিলেন তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য । 2014 সালের আগে যাঁরা ভারতবর্ষে এসেছেন, তাঁরা প্রত্যেকে নাগরিকত্ব পাবেন ।’’

অসীম সরকার আরও বলেন, ‘‘আমরা জানি 2014 সালের আগে কেউ অবৈধভাবে এদেশে এসে এসেছেন, আবার কেউ ভিসা করে এদেশে এসে আর দেশে ফিরে যাননি । তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধভাবে ভোটের কাগজ বানিয়েছেন । তবে তাঁদের কোনও বৈধ নাগরিকত্ব ছিল না । এবার এই আইন পাশ হওয়াতে তারা বৈধ নাগরিকত্ব পাবেন ।’’

তিনি আরও বলেন, ‘‘এটা মতুয়া ও উদ্বাস্তুদের সমন্বয়ে কমিটির দীর্ঘদিনের আন্দোলন ছিল । আজ সেই আন্দোলন সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ।’’

প্রসঙ্গত, 2019 সালে সংসদে সিএএ নিয়ে বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার ৷ পরে তা আইনে পরিণত হয় ৷ কিন্তু নানা কারণে সেই আইন কার্যকর করতে লেগে গেল প্রায় চার বছর ৷ কিন্তু আইন পাশ হতে মতুয়া-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতেছেন ৷

আরও পড়ুন:

  1. সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসবে অংশ নিলেন বিজেপি সাংসদ
  2. দেশজুড়ে লাগু সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন কীভাবে ? যোগ্য কারা ? রইল বিস্তারিত
  3. মুসলিম ভোটার বেশি, পশ্চিমবঙ্গ-অসমে সিএএ কার্যকর করার প্রভাব নির্বাচনে!
Last Updated :Mar 12, 2024, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details