পশ্চিমবঙ্গ

west bengal

ট্রাডিশনাল লুকে ম্রুণাল, আনারকলি চুড়িদারের দাম জানলে চমকে যাবেন...

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 8:40 PM IST

Mrunal Thakur Pics : ছোটপর্দার ধারাবাহিক দিয়ে শুরু করেছিলেন অভিনয় কেরিয়ারের জার্নি ৷ এখন বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবাধ বিচরণ ৷ অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের রূপ ও অভিনয়ে মুগ্ধ সকলেই ৷ 'সীতা রামম' অভিনেত্রীকে দেখা গিয়েছে ট্রাডিশনাল আনারকলি স্যুটে ৷ জানেন 'হাই নানা' অভিনেত্রীর এই পোশাকের দাম কত ?
'দ্য ঘোস্ট স্টোরিজ' অভিনেত্রী সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ৷
ফ্যানেদের সঙ্গে নিজের নানা মুডের ছবি ম্রুণাল ঠাকুর শেয়ার করেন ইন্সটাগ্রামে ৷
সম্প্রতি তাঁকে দেখা যায় প্যাস্টেল রঙের আনারকলি চুড়িদারে ৷
মাহিমা মহাজনের ডিজাইন করা এই পোশাকে মিষ্টি লাগছে ম্রুণালকে ৷
ক্যামেরার সামনে অভিনেত্রী নিজেকে মেলে ধরেন নানা পোজে ৷
মাল্টি-কালার ফ্লোরাল এমব্রয়ডারি এই আনারকলি চুড়িদারের দাম 55 হাজার টাকা ৷
অভিনেত্রী জুয়েলারি হিসাবে ব্যবহার করেছেন ছোট্ট কানের দুল ৷ চুল রেখেছেন খোলা, তাতে কার্লি স্টাইল ৷
'সীতা রমম' অভিনেত্রীর লুকে মজে নেটপাড়া ৷

ABOUT THE AUTHOR

...view details