মায়ের সঙ্গে মা কালীর মন্দিরে কাজল, সঙ্গে ছেলে যুগ - Kajol visits Dakshineswar
Published : Apr 6, 2024, 10:20 PM IST
নতুন ছবির শুটিংয়ে বেশ কিছুদিন ধরেই বাংলায় রয়েছেন অভিনেত্রী কাজল ৷ শান্তিনিকেতনে ব্যস্ত ছিলেন অজয় দেবগণ প্রযোজনায় মা ছবির শুটিংয়ে ৷ কাজের ফাঁকে এবার মাকে নিয়ে মায়ের মন্দিরে কাজল ৷ সঙ্গে ছেলে যুগ দেবগণ ৷