পশ্চিমবঙ্গ

west bengal

Mob Lynching: চা খেয়ে টাকা না-দেওয়ায় গণপিটুনি মানসিক ভারসাম্যহীন যুবককে

By

Published : Jun 18, 2023, 11:09 PM IST

প্রতীকী ছবি

চা-বিস্কুট খেয়ে পনেরো টাকা না-দেওয়ায় যুবককে চুলের মুঠি ধরে গণপ্রহার চন্দননগরে। ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় নাগরিক সমাজে। ঘটনাটি চন্দননগর বড়বাজার এলাকার। শনিবার সকালে একটি নার্সিংহোমের বিপরীতে চায়ের দোকানের সামনে চা বিস্কুট খান এক যুবক। খাওয়ার পর টাকা না-দেওয়ায় কপালে জুটল মার। দোকান মালিক আশরাফ মল্লিকের দাবি, এক যুবক এসে পনেরো টাকার চা বিস্কুট খায়। টাকা না দিয়ে চলে যাওয়ায় চেষ্টা করে। টাকা চাইতেই অশ্লীল ভাষায় গালাগাল দিতে থাকে। এতেই মেজাজ চরে যায় দোকানকার আকিব ও তাঁর বন্ধুদের। তিন চারজন মিলে যুবককে চুলের মুঠি ধরে বেধরক মারতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। পাইপের স্টিক দিয়েও মারা হয় বলে অভিযোগ। ঘটনায় কেউ এগিয়ে আসেনি যুবকটিকে সাহায্য করতে ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে।পুলিশ জানিয়েছে যুবকটি মানসিক ভারসাম্যহীন ৷ 

পরে থাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বড় বাজারের বাসিন্দা পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ৷ বলেন, "অত্যন্ত অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষ এত অসহনীয় হয়ে যাচ্ছে, সামান্য কারণে একজন মানুষকে এভাবে মারধর করছে। আইন হাতে তুলে নিচ্ছে। এটা কাম্য নয়।" চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, "শুনলাম ছেলেটি মানসিক ভারসাম্যহীন। চন্দননগরের বুকে এধরনের ঘটনা বেমানান। এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। যাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।"

ABOUT THE AUTHOR

...view details