পশ্চিমবঙ্গ

west bengal

Monkeypox: মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে কন্ডোম কতটা কার্যকারী ? জেনে নিন বিশেষজ্ঞদের রায়

By

Published : Jul 26, 2022, 7:56 PM IST

এই মুহূর্তে অনেকের কাছেই একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মাঙ্কিপক্স ৷ যৌনতার মাধ্যমেও ছড়িয়ে পড়ে এই রোগ (Can Monkeypox spread through Sex) ৷ কন্ডোম কি এক্ষেত্রে বাঁচাতে পারে আপনাকে ? কী বলছেন বিশেষজ্ঞরা?

http://10.10.50.90:6060///finaloutc/english-nle/finalout/26-July-2022/15927551_rs.jpg
মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে কনডোম কি উপকারি? জেনে নিন বিশেষজ্ঞদের রায় মাঙ্কিপক্সের সংক্রমণ এড়াতে কনডোম কি উপকারি? জেনে নিন বিশেষজ্ঞদের রায়

এই মুহূর্তে অনেকের কাছেই একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মাঙ্কি পক্স ৷ কারণ রোগটি সংক্রামক, মূলত স্যালাইভা বা লালার মাধ্যমে একজনের দেহ থেকে অন্যের দেহে এটি ছড়িয়ে পড়ে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ফুসকুড়ি, শরীর থেকে নির্গত তরল (যেমন পুঁজ বা ক্ষত থেকে নির্গত রক্ত) এবং স্ক্যাবগুলি এক্ষেত্রে খুবই সংক্রামক ৷ এমনকী রোগীর বিছানাপত্র, পোশাকাশাক এবং খাওয়ার পাত্র থেকেও রোগ ছড়িয়ে পড়তেই পারে ৷

এই রোগের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি সবথেকে বেশি চর্চায় উঠে এসেছে তা হল যৌনতার মাধ্যমে রোগটি ছড়াতে পারে কি না (Can Monkeypox spread through Sex) ? মূলত যাঁদের মধ্যে রোগের উপসর্গ রয়েছে তাঁরা যে সংক্রামক এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বিশেষত রোগের পর দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত ভাইরাস সবচেয়ে বেশি সংক্রামক থাকে ৷ কিন্তু উপসর্গহীন রোগীরা এই রোগ ছড়াতে পারে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

স্যার গঙ্গা রাম হাসপাতালের ইনটেনসিভিস্ট এবং সিনিয়র কনসালটেন্ট ডাঃ ধীরেন গুপ্ত বলেন, "যৌন যোগাযোগের মাধ্যমে মাঙ্কিপক্স আরও বেশি ছড়িয়ে পড়ে । এই ঘটনা ঘটতে পারে ঘনিষ্ঠ মেলামেশার সময় । ওরাল সেক্স অথবা যোনিপথে যৌনাঙ্গ স্পর্শ করালে এই রোগের বিস্তার ঘটতে পারে ৷" আলিঙ্গন বা চুম্বন তো বটেই দীর্ঘক্ষণ মুখোমুখি বসে কথা বললেও রোগ ছড়াতে পারে ৷

ডাঃ গুপ্ত এও বলেন, "একাধিক যৌন সঙ্গী থাকা আপনার মাঙ্কিপক্সের সংস্পর্শে আসার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে ।" এমনকী মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির জামা কাপড় বা তোয়ালে, বিছানা, বালিশ ব্যবহার করলেও রোগ ছড়িয়ে পড়তে পারে ৷ তাই বিশেষজ্ঞদের মতে, যৌন সঙ্গীর সংখ্যা সীমিত করাই ভাল ৷ বিজ্ঞান আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছে যে ভাইরাসটি বীর্য, যোনি তরলে থাকে কি না ? ফোর্টিস হসপিটাল বসন্ত কুঞ্জের সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক ডাঃ মনোজ শর্মাও বলেন, "মাঙ্কিপক্স সহবাসের সময় ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমেই ছড়িয়ে পড়ে ৷"

কন্ডোমের ব্যবহার কি এক্ষেত্রে সাহায্য করবে ?

ডাঃ মনোজ শর্মা বলেন, "এটি আলিঙ্গন, চুম্বন বা সংক্রামিত ব্যক্তির দ্বারা ব্যবহৃত বিছানা, জামাকাপড় বা বস্তুর সংস্পর্শে আসা যে কোনওভাবেই ছড়িয়ে পড়তে পারে তাই কন্ডোমের ব্যবহার এক্ষেত্রে কার্যকর নাও হতে পারে ৷ " এমনই মত ডাঃ দীপালি ভরদ্বাজেরও ৷ এই সিনিয়র চর্মরোগ বিশেষজ্ঞ বলেন, "মাঙ্কিপক্স ছড়াতে পারে যৌনতার সব ধরণের স্পর্শ থেকেই ৷ তাই কঠোরভাবে এর থেকে দূরে থাকাই শ্রেয় । এটা অবশ্যই সতর্ক হওয়ার হওয়ার সময় । আমাদের নাগরিকদের কর্তব্য এটা নিশ্চিত করা যাতে সিস্টেমটি ভেঙে না-পড়ে ।"

সমকামী যৌনতা থেকেই কি বেশি ছড়ায় মাঙ্কিপক্স:

হু-এর মতে, এভাবে সমকামীদের কলঙ্কিত করার কোনও মানে হয় না ৷ কারণ যে কোনও ধরণের যৌন স্পর্শ থেকেই মাঙ্কিপক্স ছড়িয়ে পড়তে পারে ৷ এর জন্য় আলাদা করে সমকামীদের দায়ী করা শুধু যে ভুল তাই নয়, তাঁদের অপমান করাও বটে ৷

ABOUT THE AUTHOR

...view details