পশ্চিমবঙ্গ

west bengal

বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ, দিতে হবে 10 হাজারি জরিমানা; কোথায় এমন নিয়ম?

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 9:43 AM IST

New Year Rules: নতুন বর্ষকে শুভেচ্ছা জানাতে রঙিন পানীয়ের গ্লাস হাতে মেতে উঠছেন সুরাপ্রেমীরা। কিন্তু সাবধান রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ধরা পড়লেই 10 হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হবে ৷ অনেকেই মধ্যরাত্রে ক্লাব বা হোটেল থেকে পার্টি সেরে বাড়িতে ফিরবেন। সেই মুহূর্তে পুলিশের খপ্পড়ে পড়লে বিপদই বটে।

বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ
New Year Rules

রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ধরা পড়লেই ফাইন

আসানসোল, 31 ডিসেম্বর: একদিকে পুরনো বছর শেষ অন্যদিকে নতুন বছরের শুরু। আর এই শুভক্ষণকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব। বিশেষ করে পানশালাগুলিতে ভিড় বেশি হয়। বিভিন্ন বড় ক্লাব এবং হোটেলে গভীর রাত পর্যন্ত চলতে থাকে পার্টি। চলছে তার আয়োজন। সুরাপ্রেমীদের তাই পোয়া বারো। কিন্তু সাবধান বর্ষশেষের রাতে যদি মদ খেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন তাহলে আসানসোলের রাস্তায় বিপদে পড়তে পারেন।

কারণ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট 'সারপ্রাইজ চেকিং' শুরু করেছে। রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ধরা পড়লেই 10 হাজার টাকা পর্যন্ত ফাইন হবে বলে জানাচ্ছেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দেবরাজ দাস। শনিবার রাত থেকেই এই 'সারপ্রাইজ চেকিং' শুরু হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ গাড়ি থামাচ্ছে এবং চালকদের মুখের সামনে বিশেষ যন্ত্র রেখে যাচাই করে নেওয়া হচ্ছে চালকরা মদ্যপ অবস্থায় আছে কি না।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি দেবরাজ দাস আরও জানিয়েছেন, গত কয়েকদিনে এইভাবে পরীক্ষা করে 100 জনের বেশি মদ্যপ চালককে পাওয়া গিয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। 31 ডিসেম্বর রাতে প্রচুর মদ্যপায়ীরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তার ফলে দুর্ঘটনাও ঘটে প্রচুর। বর্ষশেষ এবং বর্ষবরণের দিনে যাতে কোনওরকমের দুর্ঘটনা আসানসোল ও দুর্গাপুর এলাকায় না-ঘটে সেই কারণে বিশেষ অভিযান শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ গাড়ি থামাচ্ছে

এই অভিযানের জন্য বিশেষ সারপ্রাইজ চেকিং পয়েন্ট তৈরি করেছে পুলিশ। প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকছেন পুলিশ কর্মীরা। মোটরসাইকেল থেকে শুরু করে চারচাকার গাড়ির উপর নজরদারি চলছে। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 31 ডিসেম্বর রাতে এই চেকিং আরও বাড়ানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার ফলে ফাঁপরে পড়তে চলেছেন সুরাপ্রেমীরা। কারণ অনেকেই মধ্যরাত্রে ক্লাব, হোটেল থেকে বাড়িতে ফিরবেন। সেই মুহূর্তে পুলিশের খপ্পড়ে পড়লে বিপদই বটে। এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার একটা এসিপি দেবরাজ দাস বলেন, "দুর্ঘটনার সংখ্যা শূন্যয় নামিয়ে আনার উদ্দেশ্যেই এমন অভিযান শুরু করা হয়েছে। আগামী এক মাস ধরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকায় এই অভিযান চলবে ।"

আরও পড়ুন:

  1. পাঁচদিন পর সুরা কোম্পানির কালো টাকার গণনা শেষ, ওড়িশায় আয়কর অভিযান অব্যাহত
  2. অতিরিক্ত মদ্যপান হতে পারে বন্ধ্যাত্বের কারণ, দাবি সমীক্ষায়
  3. মদ্যপান করে আগে মরার বাজি ! প্রাণ গেল একজনের, অন্যজন হাজতে

ABOUT THE AUTHOR

...view details