ETV Bharat / bharat

পাঁচদিন পর সুরা কোম্পানির কালো টাকার গণনা শেষ, ওড়িশায় আয়কর অভিযান অব্যাহত

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 3:58 PM IST

Liquor Empire Black Money Counting: বুধবার অভিযানে উদ্ধার কালো টাকা গণনা পাঁচদিন পর শেষ হল রবিবার ৷ তবে টাকার মোট পরিমাণ এখনও জানানো হয়নি ৷ অনুমান, 300 কোটি টাকা রয়েছে ৷ ওড়িশার অন্যান্য জেলায় এখনও আয়কর অভিযান অব্যাহত রয়েছে ৷

liquor empire black money
কালো টাকার গণনা শেষ

বালাঙ্গীর(ওড়িশা), 11 ডিসেম্বর: টানা পাঁচ দিন পর শেষ হল গণনা ৷ শেষ হল মদের কারবারিদের কালো টাকা গোনা ৷ রবিবার টাকা গণনা শেষ হলেও এর সঠিক পরিমাণ এখনও জানা যায়নি । বাজেয়াপ্ত অর্থের পরিমাণ এক থেকে দুই দিনের মধ্যে জানা যাবে বলে সূত্রের খবর । উদ্ধার কালো টাকার পরিমাণ 300 কোটির বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে । এই সমস্ত টাকা গত পাঁচ দিন ধরে গোনা হয় বালাঙ্গীরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিসে ।

176টি ব্যাগে থাকা নগদ টাকাগুলিকে কাছের এসবিআই শাখায় গণনার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । পরে টিটিলাগড় এবং সম্বলপুরে দেশীয় মদ উৎপাদনকারী ইউনিট থেকে বিপুল পরিমাণ নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয় । উদ্ধার হওয়া টাকা দুটি ভ্যানে করে সম্বলপুর এসবিআই শাখায় নিয়ে যাওয়া হয় ।

পঞ্চম দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় আয়কর অভিযান অব্যাহত রয়েছে । গতকাল রাতে 176টি ব্যাগের সব টাকা গোনা শেষ হয়েছে । এই সব টাকা এখনও মোট হিসাব করা হয়নি ৷ এখন পর্যন্ত টাকার সঠিক পরিমাণ বা সংখ্যা জানা যায়নি । এই প্রক্রিয়ায় আরও কয়েকদিন সময় লাগবে এবং হিসাব করার পর বোঝা যাবে কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, টাকার সঙ্গে 60 কেজি সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও বিষয়টি স্পষ্ট না হলেও তা নিয়ে নানা আলোচনা চলছে । তথ্যপ্রযুক্তি বিভাগ বা ব্যাংক আধিকারিকরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য দেননি ।

উল্লেখ্য, আয়কর দফতরের আধিকারিকরা গত বুধবার থেকে ওড়িশা ভিত্তিক ডিস্টিলারি ফার্ম বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড এবং এই ফার্মের সঙ্গে যুক্ত বালাঙ্গীর, সম্বলপুর, সুন্দরগড়, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গের কলকাতা ও ঝাড়খণ্ডের বোকারোয় অন্যান্য মদ ব্যবসায়ীদের সম্পর্কিত বিভিন্ন স্থানে একযোগে অভিযান শুরু করেছেন ।

আরও পড়ুন:

  1. ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো
  2. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  3. পাচারের আগেই নাকা তল্লাশিতে উদ্ধার 563টি মাদকের বাক্স
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.