ETV Bharat / bharat

Sonipat Bizarre Incident: মদ্যপান করে আগে মরার বাজি ! প্রাণ গেল একজনের, অন্যজন হাজতে

author img

By

Published : Dec 1, 2022, 6:22 PM IST

মদ্যপানের পর আগে মরার বাজি ধরে প্রাণ দিতে হল এক যুবককে ! ভয়ে পালালেন অন্যজন ! হরিয়ানার (Haryana) সোনিপতের (Sonipat) ঘটনা ৷

two friends in Sonipat made a bet to die first and one jumped in front of running train
Sonipat: মদ্যপান করে আগে মরার বাজি ! প্রাণ গেল একজনের, অন্যজন হাজতে

সোনিপত, 1 ডিসেম্বর: জীবন দিয়ে মদ্যপানের খেসারত দিতে হল এক যুবককে ৷ আর অন্যজনের ঠাঁই হল হাজতে ৷ হরিয়ানার (Haryana) সোনিপতের (Sonipat) ঘটনায় তাজ্জব বনে গিয়েছে খোদ পুলিশও ৷ সংশ্লিষ্ট যুবকের মৃত্যু খুন, নাকি আত্মহত্যা, নাকি নেহাতই দুই মদ্যপের খামখেয়ালিপনার চরম পরিণতি, সেটাই বুঝে উঠতে পারছে না পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মুকেশ ৷ তাঁর 'জিগরি দোস্ত' মনু ৷ দু'জনই পেশায় কম্বল বিক্রেতা ৷ দু'জনই সোনিপতের জাতওয়ারা গ্রামের বাসিন্দা ৷ সূত্রের দাবি, বুধবার রাতে মুকেশের বোনের বাড়িতে নিমন্ত্রণ ছিল দুই বন্ধুর ৷ সেখানে খেতে যাওয়ার আগে দু'জনে বসে মদ্যপান করেন ৷ তারপর রাতের খাওয়া সারেন মুকেশের বোনের বাড়িতে ৷ এরপর রেললাইনের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় দুই বন্ধু বাজি ধরেন যে, কে আগে মরবেন ! এরপরই নাকি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন মুকেশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ বন্ধুর পরিণতি দেখে ভয়ে পালিয়ে যান মনু !

আরও পড়ুন: নজির গড়ে সরকারি হাসপাতালে যোগদান তেলাঙ্গানায় দুই রূপান্তরকামী চিকিৎসকের

প্রশ্ন উঠছে, তাহলে কি বন্ধুকে মরতে দেখেই মদের নেশা উড়ে গিয়েছিল মনুর ? সংশ্লিষ্ট এক সূত্র কিন্তু অন্য দাবি করছে ৷ নিজেদের ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা দুই যুবক জানিয়েছেন, আসলে মুকেশই মনুকে খুন করেছেন ! চলন্ত ট্রেনের সামনে বন্ধুকে ঠেলে ফেলে দিয়েছেন তিনি ! তারপর পিঠটান দিয়েছেন নিজেকে বাঁচাতে ৷ এই দুই প্রত্যক্ষদর্শীর নাম কুলদীপ ও দীপক ৷ তাঁরাও একই গ্রামের বাসিন্দা ৷

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ ৷ মুকেশের দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ পরবর্তীতে মুকেশের বন্ধু মনুকে গ্রেফতার করা হয় ৷ ঠিক কী ঘটেছিল, তা জানতে মনুকে হেফাজতে নিয়ে জেরা করার কথা ভাবছে পুলিশ ৷ একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদেরও দফায় দফায় জিজ্ঞাবাদ করা হচ্ছে ৷ অন্যদিকে এমন ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন মনু ও মুকেশের আত্মীয়রা ৷ তাঁরা সকলেই বলছেন, এই দুই যুবক বরাবরই হরিহর আত্মা ৷ কিন্তু তাঁরা যে এমন কোনও কাণ্ড ঘটাতে পারেন, তা কোনওদিন কল্পনাও করেননি কেউ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.