ETV Bharat / sukhibhava

Excessive Alcohol Consumption: অতিরিক্ত মদ্যপান হতে পারে বন্ধ্যাত্বের কারণ, দাবি সমীক্ষায়

author img

By

Published : Apr 17, 2023, 7:16 PM IST

পার্টি হোক বা একান্ত যাপন, সুরাপান পুরুষ ও মহিলা উভয়ের কাছেই নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সুরাপান-ই একজন পুরুষ ও নারীকে অজান্তেই ঠেলে দিচ্ছে বন্ধ্যাত্বের মতো কঠিন অসুখের দিকে।

Etv Bharat
মদ্যপান হতে পারে বন্ধ্যাত্বের কারণ

হায়দরাবাদ, 17 এপ্রিল: অ্যালকোহল পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হার্ড ড্রিঙ্কের লেবেলে এই কথা লেখাই থাকে । কিন্তু সেই কথা শোনেন ক'জন ! সম্প্রতি এক সমীক্ষা থেকে জানা গিয়েছে অ্যালকোহল শুধুমাত্র শরীরের ভিতরের অংশই খারাপ করে না, পুরুষ-মহিলা উভয়েরই সন্তানধারণের ক্ষেত্রে সমস্যাও তৈরি করে । এমনকি অনেক ক্ষেত্রে গর্ভপাতের সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যায় না । চণ্ডীগড়ের চিকিৎসক তথা আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সিনিয়র কনসালটেন্ট বন্দনা নারুলা জানিয়েছেন, 35 শতাংশ পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্বের চিকিৎসা করিয়ে থাকেন । এর অন্যতম কারণ অ্যালকোহল ।

বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পুরুষ অথবা মহিলারা মদ্যপান করে থাকেন । কিন্তু অতিরিক্ত মদ্যপান শরীরের একাধিক ক্ষতি করতে পারে । গবেষণায় জানা গিয়েছে, প্রতিদিন অতিরিক্ত মদ্যপান শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয় । টেস্টোস্টেরন হরমোন বা পুরুষের যৌন হরমোনের তারতম্য দেখা যায় । যার ফলে শুক্রাণুর সংখ্যা, সাইজ ও আকৃতি নষ্ট হয়ে যায় । এই সমস্যা সম্পর্কে কেউই ওয়াকিবহল নয় । ফলে যখন কোনও পুরুষ বাবা হওয়ার দিকে একধাপ এগোতে চায়, তখনই একাধিক সমস্যার সম্মুখীন হন ।

চিকিৎসক বন্দনা নারুলা আরও জানিয়েছেন, সম্প্রতি এক দম্পতি এই ধরনের ঘটনা শেয়ার করেছিলেন সোশাল মাধ্যমে । কীভাবে অতিরিক্ত মদ্যপান তাঁদের সন্তান ধারনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল । শুধু তাই নয়, সেই মহিলা অবশেষে গর্ভধারণ করতে পারলেও অল্পদিনের মধ্যেই তা নষ্ট হয়ে গিয়েছিল । পরীক্ষার পর জানা গিয়েছিল, স্বামীর শুক্রাণুর সংখ্যা খুবই কম এবং তা নিম্নমানের । কারণ তিনি প্রচণ্ড পরিমাণে মদ্যপান করতেন । এরপরেই সেই ব্যক্তিকে মদ্যপান করতে বারণ করা হয় । দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে তাঁর শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক হয় এবং তিনি সন্তানের বাবা হতে সক্ষম হন ।

আরও পড়ুন: শিশুর উচ্চতা নিয়ে চিন্তিত? খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন এই খাবারগুলি

চিকিৎসক নারুলা জানান, গত 14 বছর ধরে এই ধরনের সমস্যা আরও বেড়েছে । প্রতিদিনের রোজনামচায় ব্যস্ততা, অবসাদ, একাকিত্ব, চিন্তা এই সবকিছু থেকে মুক্তির উপায় ভেবে পুরুষ থেকে মহিলা সকলেই হাতে তুলে নিয়েছেন সুরার গ্লাস । ধীরে ধীরে তাঁদের অজান্তেই আগামী ভবিষ্যত পড়ছে সমস্যার মুখে । তাই চিকিৎসকের পরামর্শ, পরিবার পরিকল্পনা করার ছয়মাস আগে থেকেই উচিত মদ্যপান বর্জন করা । পুরুষ ও মহিলা উভয়েই ক্ষেত্রেই প্রযোজ্য এই পরামর্শ । পরিবর্তে খাওয়া উচিত ফল, সবুজ শাক-সবজি, সী-ফুড । সঙ্গে দরকার নিয়মিত শরীরচর্চা ও টেনশনবিহীন ভালো ঘুম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.