পশ্চিমবঙ্গ

west bengal

Tripura : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, বিপ্লবকে হুঁশিয়ারি অভিষেকের

By

Published : Aug 7, 2021, 5:58 PM IST

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা
ত্রিপুরায় তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা

ত্রিপুরায় শনিবার তৃণমূল কর্মীদের গাড়িতে হামলার ঘটনায় বিপ্লব দেবকে (Biplab Kumar Deb) টুইটারে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিনের ঘটনায় একাধিক তৃণমূল ছাত্র-যুব নেতা-নেত্রী জখম হয়েছেন ৷

আগরতলা, 7 অগস্ট : ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুব নেতা নেত্রীদের উপর হামলা ৷ অভিযোগের তীর বিপ্লব দেবের (Biplab Kumar Deb) সরকারের দিকে ৷ এদিন তৃণমূলের দু'টি গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ জখম হয়েছেন একাধিকজন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ তৃণমূলের নেতা নেত্রীদের অভিযোগ, পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দেয় ৷ এদিনের এই ঘটনা নিয়ে টুইটারে বিপ্লব দেব সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ জানালেন, তৃণমূল এক ইঞ্চিও নড়বে না ৷

তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য তাঁর ফেসবুক লাইভে বলেন, "ত্রিপুরায় আমরা পাহাড়ের রাস্তায় এগোচ্ছিলাম ৷ আমরা যে গাড়িতে যাচ্ছিলাম তার উপর হঠাৎ বড় বড় পাথর ছোড়ে ৷ আমাদের গাড়ির কাচ ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে ৷ আমাদের একাধিক কর্মী জখম ৷" দেবাংশু সরাসরি বিপ্লব দেবকে আক্রমণ করেই বলেন, তাঁর দলের লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে ৷ পুলিশকেও আক্রমণ করে দেবাংশু জানান, যেখানে আক্রমণের ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 100 মিটার দূরে পুলিশ দুর্গ সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু কোনও পদক্ষেপ করছে না ৷ পুলিশকে ঠুঁটো জগন্নাথ বলেও কটাক্ষ করেন দেবাংশু ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে তীব্র আক্রমণ করেন বিজেপিকে ৷ তিনি লেখেন, "ত্রিপুরায় বিজেপির গুন্ডারা তাদের সত্যিকারের রং দেখিয়েছে ৷ তৃণমূল কর্মীদের উপর এই বর্বর হামলা ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের 'গুন্ডা রাজ'-এর প্রকাশ ৷ আপনার হুমকি এবং আক্রমণ কেবল আপনার অমানবিকতার প্রমাণ দেয় । আপনি যাই করুন তৃণমূল একটি ইঞ্চিও নড়বে না !"

বিপ্লব দেবকে আক্রমণ করে কুণাল ঘোষ টুইটারে লেখেন, "ত্রিপুরায় গুন্ডারাজ । ত্রিপুরায় জঙ্গলরাজ । আসল বিপ্লব শুরু হয়েছে । বিজেপির বিদায় আসন্ন । সকালেই টুইটে দেখিয়েছি বাইকবাহিনীর কাণ্ড । আজকের হামলার জবাব হবে তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ।"

আরও পড়ুন : Kunal Ghosh : ত্রিপুরায় অনুসরণ করছে বিজেপির বাইকবাহিনী, অভিযোগ কুণালের

ABOUT THE AUTHOR

...view details