ETV Bharat / politics

ইন্ডিয়া জোটেই আছি, থাকব ! 'বাইরে থেকে সমর্থন' তত্ত্ব সরিয়ে অন্য সুর মমতার - Lok Sabha Election 2024

author img

By PTI

Published : May 16, 2024, 5:37 PM IST

Updated : May 16, 2024, 5:53 PM IST

Mamata on INDIA bloc: বিরোধীদের জোট ক্ষমতায় এলে তাদের 'বাইরে থেকে সমর্থন' করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন, আজ সে কথারই অন্য সুর শোনা গেল তাঁর মুখে ৷ তিনি বলেন, তিনি ইন্ডিয়া জোটেই আছেন এবং সেখানেই থাকবেন ৷

ETV BHARAT
তমলুকের সভায় মুখ্যমন্ত্রী (ছবি: ফেসবুক)

তমলুক, 16 মে: বিরোধীদের জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে তিনি বাইরে থেকে সমর্থন দেবেন বলে গতকালই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই অন্য বক্তব্য শোনা গেল তাঁর মুখে ৷ বৃহস্পতিবার তমলুকের সভায় তিনি বলেন, তাঁর বক্তব্য অনেকে বুঝতে ভুল করেছেন ৷ জাতীয় ক্ষেত্রে তিনি ইন্ডিয়া জোটেই আছেন ও আগামী দিনেও থাকবেন ৷ এবং তাঁরাই সরকার গঠন করবেন ৷

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে তাঁর দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন যে, "পশ্চিমবঙ্গে সিপিআই(এম) এবং কংগ্রেসের সঙ্গে জোটে নেই তৃণমূল কংগ্রেস ৷ তবে সর্বভারতীয় স্তরে কিছু লোক গতকাল আমার বক্তব্যকে ভুল বুঝেছে । আমি ইন্ডিয়া জোটের অংশ । ইন্ডিয়া জোট ছিল আমার মস্তিষ্কের সন্তান । আমরা জাতীয় পর্যায়ে একসঙ্গে আছি এবং একসঙ্গে থাকব ।"

এ প্রসঙ্গে এ দিন ফের রাজ্যে সিপিএম ও কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী ৷ তাঁর অভিযোগ, সিপিআই(এম) এবং কংগ্রেস উভয়েই ইন্ডিয়া জোটের অংশ ৷ অথচ এই দুই দলের পশ্চিমবঙ্গ শাখা পরস্পর হাত মিলিয়েছে এবং রাজ্যে বিজেপিকে সাহায্য করছে । মমতার কথায়, "বাংলায় সিপিআই(এম) এবং কংগ্রেসের উপর ভরসা করবেন না । তারা আমাদের সঙ্গে নেই, তারা এখানে বিজেপির সঙ্গে রয়েছে । আমি দিল্লিতে সেই (ইন্ডিয়া ব্লক) সম্পর্কে কথা বলছি ৷"

উল্লেখ্য, বুধবারই মুখ্যমন্ত্রী হুগলির জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, তাঁর দল কেন্দ্রে সরকার গঠনের জন্য বিরোধী ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দেবে । তাঁর কথায়, "চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে । বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা নেই । চিৎকার করবে, এই নিয়ে ভাঁওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না । অহংকার করে বিজেপি বলছে, এবার চারশো পার । মানুষ বলছে দুশো পার হবে না । এবার হবে পগারপার । তবে বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না । কারণ, ওরা বিজেপির সঙ্গে রয়েছে । আমি দিল্লির কথা বলছি । সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে সরকার গঠন করে দেব আমরা । যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, 100 দিনের কাজের টাকা না আটকায় ।"

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটকে 'বাইরে থেকে সমর্থন' মমতার, তৃণমূল সুপ্রিমোকে তোপ বাম-কংগ্রেসের
  2. সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল, দাবি মমতার
  3. নন্দীগ্রামে প্রতারণার বদলা নেবই, তমলুকের প্রচারে অধিকারী পরিবারকে আক্রমণ মমতার
Last Updated :May 16, 2024, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.